ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১০, ২৬ অক্টোবর ২০১৮

কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। উপস্থিত ছিলেন স্বাধীন পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক কামরুল হাসান, বহির্নিরীক্ষকের প্রতিনিধিসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বনিক, কোম্পানি সেক্রেটারি মন্জুরে খোদা এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও শেয়ারহোল্ডারগণ। ২০১৭-১৮ অর্থ বছরের জন্য কেডিএস এক্সেসরিজ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। একই সভায় ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক, স্বাধীন পরিচালক নিয়োগ ও পরবর্তী বছরের জন্য বহির্নিরীক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনুমোদিত হয়। সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, বাংলাদেশ আরএমজি রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। ৫০ বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। দেশে তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কেডিএস এক্সেসরিজ লিমিটেড নতুন নতুন পণ্য উৎপাদনে কাজ করছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দর বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তারপরও ব্যবসা সম্প্রসারণই আমাদের প্রধান লক্ষ্য।
×