ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ-৩ আসনে তিন দলের ১৬ সম্ভাব্য প্রার্থী মাঠে

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জ-৩ আসনে তিন দলের ১৬ সম্ভাব্য প্রার্থী মাঠে

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য ১৬ প্রার্থী মনোনয়ন পেতে গণসংযোগ, শোডাউন, সভা-সমাবেশ ও উঠান বৈঠকসহ নানামুখী নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে এ আসনে আওয়ামী লীগের ৯, বিএনপির ৫ ও জাতীয় পার্টির দুই প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করছেন। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মামলার ভয়ে প্রকাশ্যে গণসংযোগ করতে মাঠে নামছেন না। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েক প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই করছেন গণসংযোগ, সভা-সমাবেশসহ নানামুখী তৎপরতা। চাচ্ছেন নৌকায় ভোট। তুলে ধরছেন সরকারের উন্নয়নের নানা চিত্র। বিলি করছেন আওয়ামী লীগের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকা-ের লিফলেট। প্রচারের দিক দিয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থী সোনারগাঁওয়ের নির্বাচনী মাঠ সরগম করে রেখেছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডাঃ. আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল-কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী অধ্যাপক ড. সেলিনা আক্তার, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, শিল্পপ্রতি বজলুর রহমান ও সাবেক ছাত্র নেতা এ এইচ এম মাসুদ দুলাল। এ আসনে বহু আগ থেকেই মনোনয়ন পেতে নানা উপায়ে গণসংযোগ করে আসছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল-কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। বিগত এক থেকে দেড় মাস ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিনা আক্তার। বর্তমানে এ আসনের আওয়ামী লীগের ৯ প্রার্থীই মনোনয়ন পেতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, যুব উন্নয়ন অধিদফতরের সাবেক পরিচালক ওয়ালিউর রহমান আপেল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। তবে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মামলার ভয়ে নির্বাচনী প্রচারে পিছিয়ে রয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রকাশ্যে গণসংযোগ না করলেও গোপনে সভা-সমাবেশ করে যাচ্ছেন। এদিকে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নারায়ণগঞ্জ-৩ আসনটি মহাজোটের কারণে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য নির্বাচিত হন। এবার আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দু’জন প্রার্থী লাঙ্গলের মনোনয়ন পেতে গণসংযোগসহ নানামুখী তৎপরতা চালাচ্ছেন। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসাইন মৌসুমী। তবে বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবারও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে জেলা ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার জোর দাবি তুলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ আসনটি এবার জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ।
×