ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগমারায় বিনামূল্যে চক্ষুসেবা

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ অক্টোবর ২০১৮

বাগমারায় বিনামূল্যে চক্ষুসেবা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে তিন দিনব্যাপী চক্ষুসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার শিকদারীতে বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিকে এ কার্যক্রম চলাকালে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত চোখে ছানিপড়া একশ’ রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেয়া হয়। নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞ ডাঃ তানজিমুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট মেডিক্যাল টিম চক্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছে। সাম্য ক্রীড়ার ৩৪ বছর পূর্তি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ অক্টোবর ॥ বণার্ঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৪ বছর পূর্তি উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে সংগঠনের কার্যালয় থেকে ঘোড়া ও মহিষের গাড়িসহ নানা বর্ণে সজ্জিত বর্ণাঢ্য একটি আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সাম্য ক্লাবের সভাপতি রাসেদুজ্জামান মলয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পৌরমেয়র মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে সেখানে কেক কাটা, প্রীতিভোজসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
×