ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবিতে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা ॥ আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৩:৫২, ২৬ অক্টোবর ২০১৮

রাবিতে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা ॥ আতঙ্কে শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রমাগত বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। এক সপ্তাহে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে গত মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের পৃথকস্থানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ছিনতাইয়ের ঘটনায় দুর্বৃত্তরা পিস্তল, ছুরিসহ ধারালো ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এর আগেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসের ভেতরে ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হওয়ারও ঘটনা ঘটেছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব ছিনতাইয়ের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বার বার বলা হলেও এখন পর্যন্ত কোন ছিনতাইকারী চক্রকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের শিকার হন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্তাসির হামিদ। তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের মাঠে বান্ধবীসহ বসে থাকতে দেখে তিনজন ছেলে এগিয়ে যায় তাদের কাছে। এ সময় তাদের কাছে হাতুড়ি ও পিস্তল ছিল। তারা ভুক্তভোগী হামিদকে পিস্তল ঠেকিয়ে টাকা কেড়ে নেয়। এসময় তার সঙ্গে থাকা মেয়েটিকে তারা রাতযাপনের কুপ্রস্তাব দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। পরে মেয়েটির সঙ্গে থাকা টাকা, মোবাইলও কেড়ে নিয়ে চলে যায়। একই রাতে আরেক ঘটনার ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন। তার অভিযোগ, মঙ্গলবার রাতে বিনোদপুর থেকে জিয়া হলে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সামনে তিন অপরিচিত মোটরসাইকেল আরোহী তাকে ডাক দিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এক পর্যায়ে তাকে শিবির বলে অপবাদ দেয়। পরে তাকে জিয়া হলে নিয়ে যাবার কথা বলে মোটরসাইকেলে করে বদ্ধভূমির দিকে নিয়ে যায়। তারপর ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন এবং বিকাশ এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে পালিয়ে যায়। এর আগে গত শনিবার রাতে ক্যাম্পাস সংলগ্ন অক্ট্রর মোড় থেকে দুই ভর্তিচ্ছুর গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করে দুর্বৃত্তরা।
×