ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘জয় বাংলা’র উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫১, ২৬ অক্টোবর ২০১৮

চবিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘জয় বাংলা’র উদ্বোধন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পরে প্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘জয় বাংলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ভাস্কর্য উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ভাস্কর্যটি নির্মাণ করেছেন চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মোঃ সোহরাব জাহান। নির্মাণ কাজের অন্য দুই সহযোগী মুজাহিদুর রহমান মূসা ও জয়াশীষ আচার্য। বিশ্ববিদ্যালয় কলা অনুষদের দিকে যাওয়ার পথে বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনারের পাশে রাস্তার মাঝামাঝি নির্মাণ করা হয়েছে এই ভাস্কর্য। ভাস্কর্য নির্মাণ কমিটির সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী এবং সদস্য সচিব চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন। দুই স্তরবিশিষ্ট এই ভাস্কর্যের উপরের অংশে রয়েছে তিনজন সরাসরি মুক্তিযোদ্ধার অবয়ব। যার মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে নারী ও পুরুষের প্রত্যক্ষ অংশগ্রহণ বোঝানো হয়েছে। আর নিচের অংশে রয়েছে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার বহিঃপ্রকাশ এবং বেশকিছু শিক্ষার্থীর অবয়ব। এতে দুইজন পাহাড়ী-বাঙালির অবয়ব দিয়ে মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী ও বাঙালিদের অংশগ্রহণও তুলে ধরা হয়েছে।
×