ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎক নিহত

প্রকাশিত: ০৩:৫১, ২৬ অক্টোবর ২০১৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎক নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ অক্টোবর ॥ বোয়ালমারী মাঝকান্দি ভাটিয়া পাড়া সড়কের পৌরসভার চতুল গ্রামের মধ্যে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই পশু চিকিৎসক ব্র্যাকের এআই কর্মী হিসেবে নিয়োজিত ছিল। পশু চিকিৎসক অশোক মুখার্জী (৬৮) শেখর ইউনিয়নের শেখর গ্রামের বিনয় কৃষ্ণ মুখার্জীর ছেলে। জানা যায়, অশোক মুখার্জী বোয়ালমারী থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে চতুল গ্রামের মধ্যে গেলে অপরদিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠান। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই দীপংকর স্যানাল বলেন, লাশ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টাঙ্গাইলে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, দেলদুয়ারের পাথরাইলে সড়ক দুর্ঘটনায় তফিজ উদ্দিন (৫৫) নামের এক সবজি ব্যবসায়ীর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাথরাইলের দেওজান সড়কে এ দুর্ঘটনা হয়। নিহত তফিজ উদ্দিন পাথরাইল ইউনিয়নের বরটিয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। দেলদুয়ারের পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সবজি ভর্তি একটি অটোরিক্সা করে তফিজ উদ্দিন পাথরাইল বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বালুভর্তি একটি ট্রাক সড়কের পাশের স্যানেটারি প্রস্তুতকারী খোলা মাঠ থেকে ঘুরিয়ে সড়কে উঠার চেষ্টা করে। এ অবস্থায় ট্রাকটি সড়কে উঠলে অটোরিক্সাটি ট্রাককে সাইট দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে সবজি ব্যবসায়ী তফিজ উদ্দিন অটোরিক্সার নিচে চাপা পড়ে।
×