ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রকাশিত: ০৩:৫০, ২৬ অক্টোবর ২০১৮

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

গত রবিবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ-২০১৮ অনুষ্ঠিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি ও ডিসিএস ক্লাবের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রথমপর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ এবং শাহজাহান মোহাম্মদ মহিউদ্দীন বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের টেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ জাকির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার টিটু ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি। কানাডিয়ান ভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল-২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের বরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত। নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ আসাদুজ্জামান সুবহানী (অব), স্কুল অব বিজনেসের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্জামান হৃদয়, বিজনেস স্কুলের প্রধান এসএম আরিফুজ্জামান, প্রোগ্রাম অব ফিল্ম এ্যান্ড টিভির হেড ও এ্যাসোসিয়েট প্রফেসর ড. নূরুল ইসলাম বাবুল প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×