ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যারি পটার আইন

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ অক্টোবর ২০১৮

হ্যারি পটার আইন

ভারতের পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের (এনইউজেএস) হ্যারি পটারের জাদুর ভুবনকে কারিকুলামের অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাজ্যের ডারহাম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হলেও এই প্রথম এটি কারিকুলামে নেয়া হলো। আইন, সাহিত্য ও কল্পনার জগতকে মিলিয়ে ৪৫ ঘণ্টার কোর্সটি পরিকল্পনা করেছেন শৌভিক কুমার গুহ –বিবিসি ৯৫ ভাগ কাজ শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে চলতি সপ্তাহে পার্লামেন্টে বলেছেন, ব্রেক্সিট নিয়ে দর কষাকষির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে ইইউ যে প্রস্তাব দিয়েছে সেটি তিনি মেনে নিতে পারছেন না। এছাড়া ব্রেক্সিট ইস্যুতে নিজ দলের মধ্যেই মতপার্থক্য এখনও কাটিয়ে ওঠা যায়নি, যে কারণে ব্রেক্সিট ইস্যুতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। -ওয়ান এশিয়া
×