ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি নেতাদের অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছেন ট্রাম্প ॥ বাইডেন

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ অক্টোবর ২০১৮

সৌদি নেতাদের অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছেন ট্রাম্প ॥ বাইডেন

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে সাক্ষাতকার সম্প্রচারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্বৈরশাসকদের সঙ্গে প্রেমে পড়েছেন বলে মনে হচ্ছে। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর সৌদি নেতাদের প্রতি ট্রাম্পের মনোভাবের সমালোচনা করছিলেন বাইডেন। বাইডেন বৃহস্পতিবার সিবিএসের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প সম্পর্কে বলেন, ঘটনা জানার আগেই তিনি এর মধ্যেই বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এটা আমাদের আন্তর্জাতিকভাবে আঘাত করে। ট্রাম্প ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খাশোগির ওপর সন্দেহজনক নির্যাতন ও হত্যা ঘটনার তদন্তের সঙ্গে ধৈর্য ধরার চাপ অব্যাহত রেখেছেন এবং সৌদি বাদশাহ ও যুবরাজের জড়িত থাকার অস্বীকৃতির ওপর জোর দিচ্ছেন। তিনি বলেন, আমি বিষয়টা বুঝতেই পারছি না, কেন এ প্রশাসন পুতিন থেকে শুরু করে কিম জং উন, দুতের্তে পর্যন্ত স্বৈরশাসক ও একনায়কদের অত্যন্ত প্রশ্রয় দেয়ার প্রয়োজন বলে মনে করছেন। বাইডেন রাশিয়া, উত্তর কোরিয়া ও ফিলিপিন্সের নেতাদের উল্লেখ করে বলেন, আমি বিষয়টা বুঝি না। সহ আমন্ত্রয়িতা নোরাহ ও ডোনাল্ড ট্রাম্পের আচরণের ব্যাখ্যা চাইলে বাইডেন বলেন, আমি আমার তীব্র আশঙ্কার বিষয়ে কোন মত প্রকাশ করতে চাই না। তিনি কী করছেন এটা তিনি বোঝেন না বা তিনি সম্পূর্ণভাবে আমেরিকার বিশ্বাসকে একটা পাকের মধ্যে ফেলছেন। তিনি বলেন, এ বিশ্বাসের ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ওয়াশিংটন পোস্ট খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সঙ্কট যত গভীর হচ্ছেÑ ট্রাম্প সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিবাচক দিকটির ওপর তত জোর দিচ্ছেন এবং দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান রূঢ়ভাবে উপেক্ষা করছেন।
×