ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পুলিশের তল্লাশি কালে যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০০:০৯, ২৫ অক্টোবর ২০১৮

গাজীপুরে পুলিশের তল্লাশি কালে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও অত্যাধুনিক ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় পুলিশের এক এসআই আহত হয়েছে। আটককৃতরা হলো- কুমিল্লা জেলার হোমনা থানার ঘনিয়ারচর ভুইয়া পাড়া এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে মুসা (২২) ও গাজীপুর জেলা সদরের বাড়ীয়ার রশদিয়া কুমুন বাজার এলাকার আকবর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (২৩)। এদের মধ্যে মুসা ঢাকার মহাখালীস্থ কড়াইল বস্তিতে বসবাস করে। জিএমপি’র পুবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল কলেজ গেইট রেলক্রসিং এলাকায় বুধবার রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। চেকপোস্ট এলাকায় রাত আড়াইটার দিকে মীরের বাজার থেকে পূবাইল গামী সিএনজি চালিত একটি অটো রিক্সা থেকে নেমে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালানোর সময় আটক মুসার প্যান্টের পকেটে থাকা পিস্তল থেকে এক রাউন্ড গুলি বেরিয়ে তার অন্ডকোষ এফোঁড় ওফোঁড় হয়ে উরুতে বিদ্ধ হয়। আটককৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও অত্যাধুনিক ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় যুবকদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে পুলিশের এসআই লুৎফর রহমান আহত হয়। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে আটককৃতরা কোনো কিলার গ্রুপের সদস্য। তারা আশপাশে কোথাও অপারেশনে এসেছিল।
×