ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাজিব রাজাকের বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ গঠন

প্রকাশিত: ১৯:২৬, ২৫ অক্টোবর ২০১৮

নাজিব রাজাকের বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক ॥ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার শীর্ষ অর্থ কর্মকর্তার বিরুদ্ধে আস্থাভঙ্গের ৬টি অভিযোগ গঠন করা হয়েছে। ১৫৮ কোটি মার্কিন ডলারের সরকারি তহবিলে নাজিব ও তার ওই কর্মকর্তা আস্থাভঙ্গ করেছেন বিধায় এ অভিযোগ গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নাজিব রাজাক ও তার শীর্ষ অর্থ কর্মকর্তা ইরওয়ান সেরিগার আবদুল্লাহ’র বিরুদ্ধে এ অভিযোগ গঠিত হলেও দু’জনেই সব অস্বীকার করেছেন। কৌঁসুলিরা বলছেন, অভিযুক্ত দু’জন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বরাদ্দ ২২ কোটি মালয়েশিয়ার রিঙ্গিত এবং সরকারি ভর্তুকি ও সাহায্য কর্মসূচির ১৩০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত সরিয়ে নিয়েছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি অর্থ তহবিলের ৫১২ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত সরানোর অভিযোগও রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রত্যেক অভিযোগের জন্য তাদের ২০ বছর পর্যন্ত কারা ও অর্থদণ্ড হতে পারে। নাজিব রাজাকের বিরুদ্ধে ইতোমধ্যেই অর্থপাচার, ঘুষ, আস্থাভঙ্গসহ ৩২টি অভিযোগ রয়েছে। এগুলো সবই ১ মালয়েশিয়ান ডেভলপমেন্ট বারহাদ (১এমডিবি) সম্পর্কিত। মার্কিন সরকার অভিযোগ তুলেছে, রাষ্ট্রীয় তহবিল ১এমডিবি থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার পাচার করা হয়েছে। যার মধ্যে নাজিবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে ৭০ কোটি মার্কিন ডলার। গত মে মাসে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব রাজাকের বারিসান নাশিওনাল ৭৯টি আসন পায়। আর ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদের জোট পাকাতান হারাপান ১২১টি আসন পেয়ে সরকার গঠন করে। এই হারের মধ্য দিয়ে ক্ষমতাসীন জোটের ৬০ বছরের শাসনের অবসান হয়। এই জোটের হয়েই প্রায় ২২ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন মাহাথির। যাকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়। প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর ফলে অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। নাজিবের ওইসব দুর্নীতির বিচার করার ইঙ্গিতও দেন মাহাথির মোহাম্মদ।
×