ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার রূপগঞ্জে ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:৩১, ২৫ অক্টোবর ২০১৮

এবার রূপগঞ্জে ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ

বিডিনিউজ ॥ আড়াইহাজারে চার খুনে দেশে তোলপাড়ের মধ্যে নারায়ণগঞ্জে এক যুবলীগ নেতাসহ তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের তুলে নেয়া হয় বলে স্বজনের ভাষ্য। এরা হলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল রহমান ভ‚ইয়া বাদল (৪৫), ছাত্রলীগ কর্মী সাকিল এবং যুবলীগ কর্মী সাকিল মিয়া। এ ঘটনায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ কাউকে তুলে নেয়ার কথা অস্বীকার করছে। মহাসড়কে অবরোধ-বিক্ষোভ ॥ কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান বাদলকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বড়ালু-পাড়াগাঁও এলাকা থেকে ওই নেতাকে অপহরণ করা হয়। বাদলকে উদ্ধারের দাবিতে সন্ধ্যার পর উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধের ফলে দুই মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হন পরিবহন যাত্রীসহ সাধারণ মানুষ। শফিকুর রহমান বাদল ইছাখালী এলাকার হাবিবুর রহমান ভ‚ইয়ার ছেলে।
×