ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

সুরের সারথী সুমী

প্রকাশিত: ০৭:০৭, ২৫ অক্টোবর ২০১৮

সুরের সারথী সুমী

প্রচার বিমুখতার কারণেই তিনি পরিচিতিতে অনেকটা পিছিয়ে। কিন্তু তার কণ্ঠশৈলীর সৌকর্য যে কাউকেই মুগ্ধ করবে, আলোড়িত করবে, ছড়াবে ভাললাগার আবেশ। সুমী যে ভাল গান করেন একথা তার খোদ শত্রুরাও স্বীকার করবে। দীর্ঘ ২২ বছর ধরে সঙ্গীতাঙ্গনে বিচরণ তার। গানের সঙ্গে সখ্যতা ছোটবেলা থেকে। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই নিয়মিত স্টেজ শো করে অভ্যস্ত তিনি। মঞ্চে তার চাহিদা অনেকের কাছে ঈর্ষণীয় মনে হতে পারে। গানকেই ধ্যান জ্ঞান তপস্যা বা সাধনার বিষয়ে পরিণত করেছেন সঙ্গীতের সম্ভাবময়ী শিল্পী সুমী আক্তার। আর এজন্য তিনি সাফল্যও পেয়েছেন। সঙ্গীতের সব ধারায়ই রয়েছে তার অবাধ বিচরণ। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রায় ২৮টি পদক পেয়েছেন। দেশে ও বিদেশে অনেক এ্যালবাম বেরিয়েছে। এই এ্যালবামগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। সুমী বিটিভি ও বেতারের আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, এজন্য আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে কারণ বিটিভিতে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়া খুবই কঠিন কাজ। আমি চাইলে বহু আগেই ফোক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হতে পারতাম। কিন্তু আমিও হাল ছাড়তে রাজি হইনি। যার কারণে আজকের অবস্থানে আসতে পেরেছি। ছন্দ আর সুরের মাঝে তার বসবাস হলেও একটা সময় মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্ত হন সুমী। সুললিত কণ্ঠের পাশাপাশি গ্ল্যামারাস হওয়ার কারণে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। তার শুরুটা হয়েছিল মডেলিং দিয়েই। তার প্রথম কাজ ছিল রামেন্দু মজুমদারের এ্যাডফার্ম এক্সপ্রেশন। ২০০৪ সালের দিকে বেঙ্গল ফার্নিচারের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। মডেলিং ছাড়লেন কেন? এমন প্রশ্ন ছুড়ে দিতেই সুমী বলেন, কেন যেন শেষ পর্যন্ত ভাল লাগল না। মডেলিং করলেও আমার মন সব সময় পরে থাকত গানের মধ্যে। তখন আমার মনে হলো সঙ্গীতকেই আমার ধরে রাখা উচিত তাই ফিরে এলাম। সম্প্রতি ‘অপেক্ষা’ শিরোনামের একটি নাটকে সুসমিতা বিশ্বাসের লেখা ও এন জে নয়নের সুর-সঙ্গীতে ‘প্রেম আমার’ শিরোনামের একটি গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন সুমী। সুমীর ভবিষ্যত পরিকল্পনা শুধু গান নিয়ে। তিনি গানেই ভাল কিছু করতে চান। গানই তার ধ্যান জ্ঞান সাধনা। বেঁচে থাকার অনুপ্রেরণা।
×