ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রাঙ্গদা এবং রাধিকার ‘বাজার’

প্রকাশিত: ০৭:০৭, ২৫ অক্টোবর ২০১৮

চিত্রাঙ্গদা এবং রাধিকার ‘বাজার’

অল্প কিছুদিন আগে মুক্তি পেয়েছে চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘সাহেব, বিবি আউর গ্যাংস্টার থ্রি’ ছবিটি। এ ছবিতে সঞ্জয় দত্তের বিপরীতে অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বলিউডের আবেদনময়ী মেধাবী এই অভিনেত্রী। চিত্রাঙ্গদার অনেক বড় উচ্চাশা ছিল এই ছবিটিকে ঘিরে। কিন্তু ‘সাহেব, বিবি আউর গ্যাংস্টার’ দর্শক সমালোচকদের মোটেও আলোড়িত করতে পারেনি। অনেক সিরিয়াস মনোভাব নিয়ে কাজ করেছিলেন তিনি এ ছবির জন্য। সঞ্জয় দত্তের মতো একটি বিখ্যাত অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে চিত্রাঙ্গদার উৎসাহ অনেক গুণ বেড়ে গিয়েছিল। গত আগস্টে ৪২ এ পা রাখা এই বলিউডি অভিনেত্রীর মনটা ভেস্তে যায় ছবিটির সামগ্রিক ব্যর্থতায়। ইয়ে শালি জিন্দেগি, হাজারও খোয়াইশ অ্যায়সি, দেশি বয়েজ, ইনকার, ‘আই মি আউর ম্যায়,’ প্রভৃতি হিন্দী সিনেমায় তার চমৎকার অভিনয় এবং দুর্দান্ত পর্দা উপস্থিতি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে আগেই। তার অভিনীত নতুন সিনেমার সংবাদ স্বাভাবিকভাবেই দর্শকদের আশাবাদী করে তোলে। আগামী সপ্তাহে চিত্রাঙ্গদা সিং অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘বাজার’ মুক্তি পাচ্ছে। শেয়ার বাজারকে ঘিরে কিছু মানুষের প্রতিযোগিতা বিত্তশালী হওয়ার লড়াই, কর্পোরেট দুনিয়ার হালচাল, লোভ-লালসা ষড়যন্ত্র, কূটচাল ইত্যাদি তুলে ধরা হয়েছে ‘বাজার’ ছবিতে এখানে একজন ধুরন্ধর শেয়ার ব্যবসায়ী সাকুন কোঠারি ওরফে নবাবের স্ত্রী মন্দিরা কোঠারি চরিত্রে রূপদান করেছেন চিত্রাঙ্গদা সিং। তার স্বামী সাকুন কোঠারি চরিত্রটি ততটা বিস্তৃত নয় তার পরও আমি যতটুকু সুযোগ পেয়েছি তা কাজে আগাতে সচেষ্ট ছিলাম। বর্তমান আর্থিক-সামাজিক প্রেক্ষাপটে বাজার ছবির কাহিনী, ফলে আমাকে সমসাময়িক শহওে কালচাওে একজন উচ্চবিত্ত গৃহবধূর চরিত্র অভিনয়ের মাধ্যমে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়েছে। এ ধরনের চরিত্র বিভিন্ন সিনেমায় দেখা গেলেও আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিল ‘বাজার’ এ ছবিতে কাজ করে আমি অনেকটাই পরিতৃপ্ত। আলোচ্য ছবিটিতে চিত্রাঙ্গদার সঙ্গে আরও একজন নায়িকা রাধিকা আপ্তে রয়েছেন, সাধারণত একই ছবিতে দু’জন নায়িকা থাকলে নানা ঝামেলা তৈরি হয়। একজন আরেকজনের চেয়ে বেশি গুরুত্ব পেতে নানা ধরনের চাপ প্রয়োগ করেন ছবির প্রযোজক পরিচালককে। এ প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, ‘আমি আমার অভিনীত চরিত্রটি নিয়ে সন্তুষ্ট ছিলাম। এ ছবিতে রাধিকা অভিনীত চরিত্রের নাম প্রিয়া মালহোত্রা। নতুন মুখ রোহন মেহরার বিপরীতে তাকে দেখা যাবে মুম্বাই শহরের এক আধুনিক স্মার্ট গ্ল্যামার্স তরুণীরূপে। বলিউডি বাণিজ্যিক ঘরানার ছবি হলেও ‘বাজার’-এ ব্যতিক্রমের ছোঁয়া রয়েছে। কর্পোরেট দুনিয়ায় অর্থবিত্ত অর্জনের প্রতিযোগিতা, লোভ লালসার ফাঁদ, সাফল্য-ব্যর্থতা, ষড়যন্ত্র, কূটচাল ইত্যাদি তুলে ধরার পাশাপাশি প্রেম রোমাঞ্চ স্ক্যান্ডাল ইত্যাদিও তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। তেমন একটি সমকালীন সমাজ বাস্তবতার সিনেমায় প্রধান একটি নারী চরিত্রে নিজের অভিনয় প্রসঙ্গে রাধিকা আপ্তে বলেন, বহু ধরনের চরিত্রে অভিনয় করেছি বিভিন্ন সিনেমায়। ‘বাজার’ ছবিটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা ছিল। আমি অভিনীত চরিত্রটির গভীরে পৌঁছে গিয়েছিলাম। অনেক সিরিয়াস ছিলাম ছবিটি নিয়ে। আশা করি বাজার আমার জন্য ভাল কিছু বয়ে আনবে। কিছুদিন আগে নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘ঘাউল’-এ দেখা গেছে তাকে। বর্তমানে বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে রাধিকা আপ্তে। মধ্যে বলিউডি ছবি ‘বোম্বাই রিয়া, ইংরেজি সিনেমা’ দ্য আশ্রম এবং গেস্ট’ অন্যতম। তামিল সিনেমা ডলার কাজও চলছে বর্তমানে। রাধিকা আপ্তেকে আজকাল ঘরে ফিরে খুব ঘন ঘন রুপালি পর্দায় দেখা যাচ্ছে। দুই সপ্তাহ আগে তাকে দেখা গেল ভিন্ন স্বাদের থ্রিলার সিনেমা ‘আন্ধা ধুন’-এ। যেখানে তার সঙ্গে ছিলেন টাবু ও আয়ুষ্মান খুরানার মতো অভিনয় শিল্পীরা। এর আগে অক্ষয় কুমারের বিপরীতে ‘প্যাডম্যান’ ছবিতে রাধিকাকে দেখেছেন দর্শক। মাঝখানে অনুরাগ ক্যাশপের বহুল আলোচিত ‘লাস্ট স্টোরিজ’ ছবিতেও তাকে দেখা গেছে যত কয়েক বছরে বলিউডের ম্যালা সিনেমায় অভিনয় করেছেন মেধাবী এই অভিনেত্রী। এর মধ্যে বদলাপুর, হান্টার, মাঁঝি দ্য মাউন্টেন ম্যান, কৌন কিতনে পানি মে, দ্য ব্রাইট ডে, ‘এক্স পাস্ট ইজ প্রেজেন্ট,’ প্রারচিড, ফোরিয়া ‘ম্যাডলি’ প্রভৃতির কথা বলা যায়। রাধিকা অভিনীত ছবিগুলো বলিউডের গতানুগতিক ধারার নয় মোটেও। প্রতিটিতেই বৈচিত্র্যের চমক রয়েছে। যে সিনেমায় যে চরিত্র পেয়েছেন পর্দায় তা রূপায়ণ করেছেন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। বলিউডে একজন দুর্দান্ত অভিনেত্রী হিসেবে ইতোমধ্যেই রাধিকার আলাদা পরিচিতি গড়ে উঠেছে। শুধুমাত্র হিন্দী সিনেমাতেই নয় এর পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম, বাংলা এবং মারাঠি ভাষায় নির্মিত চলচ্চিত্রেও রাধিকার অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। সিনেমায় অভিনয়ে আসার আগে মঞ্চ নাটকে নিয়মিত কাজ করতেন। বলা যায় অভিনয়ে অনেকটা পটুত্ব অর্জন করেই সিনেমার অঙ্গনে পা রেখেছিলেন রাধিকা আপ্তে। গত সেপ্টেম্বরে ৩৩ এ পা রাখা এই অভিনেত্রী যে কোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণে পিছপা হন না অভিনয়ের ক্ষেত্রে। এ ব্যাপারে অদম্য এবং দুঃসাহসী বলা যায় তাকে। অভিনীত চরিত্রের দাবি মেটাতে নিজেকে উজাড় করে দিতে কখনও পিছপা হননি রাধিকা। গ্ল্যামারাস আবেদনময় চরিত্রে অভিনয়ে তাকে যেমন দেখা যায় বিভিন্ন সিনেমায় এর পাশাপাশি গ্লামারহীন খুব সাধারণ নারীর চরিত্রে নিজেকে তুলে ধরতেও আন্তরিক এবং সিরিয়াস থাকেন রাধিকা। প্রয়োজনে দুঃসাহসী উদার এবং বেপরোয়া হতেও দেখা গেছে তাকে বেশকিছু সিনেমায়। ফলে তাঁকে নিয়ে বলিউডে এক ধরনের আলোচনার উত্তাপ থাকে সব সময়।
×