ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরতলে মুণ্ডুহীন মুরগি দানব

প্রকাশিত: ০৬:২৫, ২৫ অক্টোবর ২০১৮

সাগরতলে মুণ্ডুহীন মুরগি দানব

এতদিন শুধু মেক্সিকো উপসাগরের তলদেশে নানা ধরনের বিস্ময়কর প্রাণীর খোঁজ মিলত। এবার এ্যান্টার্কটিকার দক্ষিণ উপকূলে এক ধরনের মুরগির দেখা মিলেছে। মুণ্ডুহীন এই মুরগিকে অনেকে দানব বলে ডাকছে। এই আজব প্রাণীকে ‘ডিপ সি কিউকাম্বার’ বা সামুদিক শসাও বলা হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষকের বিশেষ ক্যামেরায় এই আজব প্রাণিটির অস্তিত্ব ধরা পড়ে। এই ক্যামেরাটি বিশেষ কায়দায় সাগরের তলদেশে বসানো হয়েছিল। বিজ্ঞানীরা মূলত সাগরের তলদেশের পরিবেশ সংরক্ষণে চিত্র ধারনের উদ্দেশ্যে এই ক্যামেরা বসান। এই মুণ্ডুহীন মুরগী দানবের ভিডিও সম্প্রতি ফেসবুক ও টুইটারে পোস্ট করেন বিজ্ঞানীরা। মাত্র দুই দিনে সাড়ে ছয় লাখ লোক ভিডিওটি দেখে। তবে অনেকে এটিকে মজার প্রাণী আবার অনেকে এটিকে ভৌতিক প্রাণী বলে আখ্যা দিয়েছে। এই গবেষক দলের নেতৃত্বে ছিলেন ডক্টর ড্রিকওয়েলফোর্ড। তিনি বলেন, সাগরের তলদেশে ঠিক কত ধরনের প্রাণী রয়েছে তা আজও জানা যায়নি। আমার মনে হয় এই মুণ্ডুহীন মুরগি দানব সাগরের তলদেশের প্রাণী নিয়ে গবেষণায় মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।-এনবিসি নিউজ অবলম্বনে।
×