ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিয়া এতিমখানা দুর্নীতি মামলা রবিবার পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৬:২৩, ২৫ অক্টোবর ২০১৮

জিয়া এতিমখানা দুর্নীতি মামলা রবিবার পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলা দুদক ও রাষ্ট্রপক্ষের আপীল শুনানি শেষে বুধবার আদেশের জন্য থাকলেও তা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করতে আপীলের শুনানি রবিবার আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেয়ায় মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ আগামী ১৩ নবেম্বর ধার্য করেছে আদালত। বুধবার আপীল বিভাগ, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। এদিকে কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপীল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আপীলটি শুনানির জন্য গ্রহণ করেন। নথিভুক্ত রাখার শুনানি রবিবার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস বিষয়ে করা আবেদনের শুনানি না করে তা শুধু নথিভুক্ত রাখার আদেশ দিয়েছিলেন আদালত। সেই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনটি রবিবার আপীল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। মানহানির মামলায় চার্জ গঠনের শুনানি ১৩ নবেম্বর ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেয়ায় মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ আগামী ১৩ নবেম্বর ধার্য করেছেন আদালত।
×