ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের আরও একটি নতুন সংগঠন

প্রকাশিত: ০৫:৫২, ২৪ অক্টোবর ২০১৮

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের আরও একটি নতুন সংগঠন

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা বিষয়ে প্রতিবেদন করা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম’ নামে নতুন আরও একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এই সংগঠনের ঘোষণা দেওয়া হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন সংগঠনটির সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস। ১৫ সদস্যের নির্বাহী কমিটিতে সহসভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক মোর্শেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের শারমিন নিরা, অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জুবায়ের আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের নূরে আলম। এছাড়া শিক্ষাবিটের সকল সাংবাদিকই এই সংগঠনের সদস্য হতে পারবেন। নতুন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন আগের সংগঠনের অনেক সদস্যই নতুন সংগঠনের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে আরেকটি সংগঠন গঠন করা হয়।
×