ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শচীনকে টপকে দ্রুত ১০ হাজারের রেকর্ড বিরাট কোহলির

প্রকাশিত: ০৫:৪১, ২৫ অক্টোবর ২০১৮

শচীনকে টপকে দ্রুত ১০ হাজারের রেকর্ড বিরাট কোহলির

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ গ্রেট মাইকেল ভনের মতে কোহলি এখই ইতিহাসের সেরা। দু’দিন আগে টাইগার ওপেনার তামিম ইকবাল বলেছিলেন, ভারত অধিনায়ককে আসলে মানুষ মনে হয় না! কোহলি কি আসলেই মানুষ? প্রশ্নটা অনেকের। একজন মানুষের পক্ষে এত নিখুঁত, এত ধারাবাহিক ব্যাটিং কী করে সম্ভব! তার সেঞ্চুরিতে ভর করেই প্রথম ওয়ানডেতে ৩২২ রান চেজ করে উইন্ডিজকে অনায়াসে হারিয়েছিল ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচেও তুলে নিলেন সেঞ্চুরি। ‘দ্য রান মেশিন’ এবার খেললেন অপরাজিত ১৫৭ রানের মনোমুগ্ধকর ইনিংস। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২১। সেঞ্চুরির পথে ব্যক্তিগত ৮১ রানেই পূর্বসূরি কিংবদন্তি শচীন টেন্ডুলকরকে টপকে ওয়ানডেতে দ্রুত ১০,০০০ রানের নতুন রেকর্ড গড়লেন সুপার কোহলি। ভারতীয় ক্রিকেটইশ্বর এই ল্যান্ডমার্ক ছুঁয়েছিলেন ২৫৯ ইনিংসে, কোহলির লাগল মাত্র ২০৫ ইনিংস! ওয়ানডে ইতিহাসে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে শচীন ওয়ানডেতে প্রথম ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সেই ২০০১ সালে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটি ছিল তার ক্যারিয়ারের ২৬৬তম ম্যাচ ও ২৫৯তম ইনিংস। এরপর আরও ১১জন কিংবদন্তি ব্যাটসম্যান ছুঁয়েছেন এই মাইলফলক। কিন্তু তাদের কেউ-ই শচীনের মতো দ্রুততম (ম্যাচ ও ইনিংস সংখ্যায়) সময়ে এই রেকর্ড গড়তে পারেননি। অর্থাৎ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারি ক্লাবে পা রাখার রেকর্ডটা এতদিন শচীনের দখলেই ছিল। ১৭ বছর পর সেই রেকর্ড ভাঙ্গলেন তার-ই দেশের এমন একজন যাকে ‘লিটল মাস্টারে’র যোগ্য উত্তরসূরি হিসেবেই বিবেচনা করা হয়। ২০০৮ সালে ওয়ানডেতে অভিষিক্ত কোহলি এদিন ক্যারিয়ারের ২১৩তম ওয়ানডেতে এটি তার ২০৫তম ইনিংস। অর্থাৎ শচীনের চেয়ে ৫৩ ম্যাচ কম খেলে তার রেকর্ডটা নিজের করে নিলেন সুপার কোহলি। ইনিংস সংখ্যায়ও টেন্ডুলকরের চেয়ে ৫৪ ইনিংস কম লাগল কোহলির। শুধু তাই নয়, অভিষেকের পর সময় বিচারেও কোহলি দ্রুততম। ওয়ানডেতে এর আগে সবচেয়ে কম সময়ে (১০ বছর ৩১৭ দিন) ১০ হাজারি ক্লাবে নাম লেখানোর রেকর্ডটি ছিল রাহুল দ্রাবিড়ের। অভিষেকের পর ১০ বছর ৬৮ দিন সময় নিয়ে এই রেকর্ডও নিজের করে নিলেন বর্তমান ভারত অধিনায়ক। কোহলিসহ ওয়ানডেতে ন্যূনতম ১০ হাজার রান করলেন মোট ১৩ জন ব্যাটসম্যান। এর মধ্যে পাঁচজনই ভারতীয়। কোহলির আগে শচীন, রাহুল, সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি এই মাইলফলক ছুঁয়েছেন। শ্রীলঙ্কা থেকে একই মাইলফলক ছুঁয়েছেন চারজনÑ সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও ব্রায়ান লারা। পাকিস্তান থেকে এই তালিকায় জায়গা করে নিতে পেরেছেন শুধুই ইনজামাম-উল-হক। তালিকায় ভারতীয়দের জয় জয়কার।
×