ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালি চোখে দেখা যায় না যে বিজ্ঞাপন

প্রকাশিত: ০৫:২৭, ২৫ অক্টোবর ২০১৮

খালি চোখে দেখা যায় না যে বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের একটি কোম্পানি বিশ্বের ক্ষুদ্রতম বিজ্ঞাপন বানিয়ে বিশ্বরেকর্ড গড়ল। এতটাই ছোট যে খালি চোখে তা দেখা যাবে না। এএসএমএল নামে ভেলদোভেনের একটি চিপ মেশিন কোম্পানি এই বিজ্ঞাপনটি বানিয়েছে, যার প্রস্থ ২২ দশমিক ৩৭ মাইক্রোমিটার বাই ৭ দশমিক ৭৬ মাইক্রোমিটার। এটি মোট ২৮ মাইক্রোমিটার জায়গা অধিগ্রহণ করছে। সাধারণত মানুষের চুল ৭৫ মাইক্রোমিটার চওড়া হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এএসএমএল এই বিজ্ঞাপনটি তৈরি করেছে। প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের মার্কেটিংয়ের কাজে ব্যবহারের উদ্দেশ্যে সচেতনতা বিষয়ক ক্যাম্পেনের জন্য এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রিন্ট করা হয়েছে ৩শ’ এমএম সিলিকন ওয়াফার এবং ইউভি আলোর সাহায্যে। এতে লেখা রয়েছে: ‘সত্যিকারের ছোট হতে গেলে আপনাকে বড় করে ভাবতে হবে। এর আগে ক্ষুদ্রতম বিজ্ঞাপনের রেকর্ড ছিল ৭শ’ ৩৫ মাইক্রোমিটার, যা একটি তিলের দানার উপরে প্রিন্টেড ছিল। এটা সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে।-ইউপিআই অবলম্বনে।
×