ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হারানো বাকশক্তি ফিরে এলো স্ট্রোকে

প্রকাশিত: ০৫:২৭, ২৫ অক্টোবর ২০১৮

হারানো বাকশক্তি ফিরে এলো স্ট্রোকে

চার বছর আগে ৭৩ বছর বয়সী পিটার একটি স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু এই বছরের শুরুতে তিনি এক সকালে জেগে উঠে হঠাৎ টের পান যে তিনি আবার কথা বলতে পারছেন। এরপরই তিনি আবিষ্কার করেন যে তার আরেকটি স্ট্রোক হয়েছিল। তাহলে এই দ্বিতীয় স্ট্রোকই কি তার কথা বলার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। যেদিন পিটার তার কথা ফিরে পেলেন, সেদিন তিনি ছুটি কাটাতে পরিবারের সঙ্গে ডেভন শহরে ছিলেন। তিনি বলেন, ‘আমি অন্য দিনগুলোর মতো স্বাভাবিকভাবে জেগে উঠলাম। আমার স্ত্রী ক্যারোল বিছানার আরেক পাশে শুয়ে ছিল। আমি উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে থাকলাম। তখন আমার কাছে কোন খটকা লাগেনি। শুধু এটাই মনে হচ্ছিল যে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি যা খুব স্বাভাবিক। আমি ওর সঙ্গে কথা বলেই যাচ্ছিলাম, কিছুক্ষণ পর ক্যারোল তার মুখ খুলল। সে বলল, যে পিট, তুমি কথা বলছ!’ ক্যারোল সে সময়কার কথা মনে করে বলেন, ‘আমি ওর কথা শুনতে পেয়ে বার বার বলছিলাম, পিটার কথা বলতে থাক। থেমো না! থেমো না! থেমো না কারণ এটা আবার চলে যেতে পারে। কথা চালাতে থাক, চালাতে থাক! তাদের ছেলে জোনাথন, পাশের ঘরেই ছিলেন। দুইজনের কথোপকথন শুনতে পেয়ে তিনি তাদের ঘরে দৌড়ে আসেন। ‘কি হচ্ছে, মা?’ তিনি বলেন, ‘আমি ভেবেছি তোমার কণ্ঠস্বরে কোন সমস্যা হল নাকি! তাহলে এই ভারি কণ্ঠটা কার?’ জবাবে ক্যারোল বলেন, ‘এটা তোমার বাবার কণ্ঠ! তোমার বাবা কথা বলছেন।’ ‘আমরা সবাই একইভাবে কাঁদতে ও হাসতে শুরু করেছিলাম। এই দম্পতি বিশ্বাস করে যে হয়তো দ্বিতীয় স্ট্রোক যে কোনভাবে পিটারের মস্তিষ্কের কোন একটা পথ পরিষ্কার করে দিয়েছে - যে কারণে প্রথম স্ট্রোকের পর তার কথা বলা বন্ধ হয়ে যায়।-বিবিসি অবলম্বনে
×