ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রীরা ক্ষুব্ধ

শাহজালালে এবার স্পাইস জেটের চাকা ফাটল

প্রকাশিত: ০৫:২৬, ২৫ অক্টোবর ২০১৮

শাহজালালে এবার স্পাইস জেটের চাকা ফাটল

স্টাফ রিপোর্টার ॥ এবার চাকা ফেটেছে স্পাইস জেট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে আগত এই (স্পাইস ০৭৬) ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। শাহজালাল বিমানবšদরের এভসেক পরিচালক উইং কমান্ডার নূর-ই- আলম সিদ্দিকী জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চাকা মেরামতের কাজ চলছে। জানা গেছে, জেট এয়ারের ৭৩৭ বোয়িং উড়োজাহাজটি ১৭৭ যাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণের সময় বিকট শব্দে পেছনের ডান চাকা ফেটে যায়। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করেন। উড়োজাহাজটি পার্কিং করার পর যাত্রীরা চিৎকার করে বের হয়ে আসেন। এদিকে কলকাতাগামী যাত্রীরা সিডিউল মতো ফ্লাইটে উঠতে না পেরে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে বসে হৈচৈ শুরু করেন। বিশেষ করে তাদের খাবার না দেয়ায় বিক্ষোভ করতে থাকেন। উইং কমান্ডার নূর-ই-আলম সিদ্দিকী জানান, ওই ফ্ল্ইাট বিকেল পৌনে চারটায় ঢাকায় অবতরণের সিডিউল ছিল। কিন্তু সেটা দু’ঘণ্টা বিলম্বে পৌনে ছয়টায় অবতরণ করে। এতে আগমনী ও বহির্গামী উভয়পক্ষের যাত্রীরাই বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু যাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। তাদের আজ দুপুরে কলকাতায় পাঠানো হবে বলে জানিয়েছে স্পাইস কর্তৃপক্ষ। আজকের মধ্যেই ফেটে যাওয়া চাকার প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে দাবি করেছে স্পাইস। জানা গেছে, অবতরণের সময় বড় ধরনের ঝাঁকুনি লাগায় স্পাইস জেটটির পেছনের ডান পাশের একটি চাকা ফেটে যায়। বিমানটির বোর্ডিং ব্রিজে আসা কোনভাবেই সম্ভব না হওয়ায় রানওয়ে থেকেই যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, বোয়িং-৭৩৮ উড়োজাহাজটির চাকা ফাটা বাদে অন্য কোন ক্ষতি হয়নি। ইমার্জেন্সি ঘোষণা ছাড়াই স্বাভাবিকভাবে যাত্রী ও ক্রুরা উড়োজাহাজ থেকে নেমেছেন। ফ্লাইটটি অবতরণকালে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক। উড়োজাহাজটি সরিয়ে নেয়া হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে বিমানবন্দরের পরিচালক বলেন, কেন ঘটেছে এটা হুট করে মন্তব্য করা যাচ্ছে না। বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে। প্রাথমিকভাবে দেখা গেছে, ইন্ডিয়ান স্পাইস জেটের ডান দিকের চাকা ফেটেছে। এর আগেও শাহজালালে ইন্ডিয়ান স্পাইস জেটের চাকা ফাটার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সোমবার রাতে কাতার থেকে আগত একটি উড়োজাহাজের পেছনের দুটো চাকাই (ল্যান্ড গিয়ার) অচল হওয়ায় জরুরী অবতরণ করে। এখনও সেই উড়োজাহাজটির মেরামত কাজ চলছে।
×