ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের কর্মসূচী পালন

প্রকাশিত: ০৫:২৫, ২৫ অক্টোবর ২০১৮

কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে ৩০ শতাংশ কোটা বাতিল করায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের ডাকে বুধবার এ কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেছেন, ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করা না হলে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের নেতৃত্বে সারাদেশে একযোগে এ কর্মসূচী পালিত হয়। ঢাকায় কর্মসূচীতে অংশ নেন প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ এমদাদুল হক, মোঃ নুরুজ্জামান ভুট্টু, সালমান মাহমুদ জসিম, এ্যাড. সাইফুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক কাজল, শাহিনুর করিম বাবু, মোঃ জাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মমিনুল ইসলাম, ঢাকা মহানগরের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন মিলন প্রমুখ। সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা আজ ব্যথিত, মর্মাহত, লজ্জিত ও বাকরুদ্ধ। আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা জাতির জনকের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে সরকারী চাকরিতে ৩০ শতাংশ কোটা প্রবর্তন করেছেন। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে এ কোটা বাস্তবায়িত হয়নি। এছাড়া জামালপুর, ঝিনাইদাহ, সুনামগঞ্জ, কক্সবাজার, বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী, চাঁদপুর, কুষ্টিয়া ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় কর্মসূচী পালিত হয়।
×