ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিক্ষা নয় মেহনতেই জীবন ধারণ বাবা-মায়ের সেবাও

প্রকাশিত: ০৫:২৩, ২৫ অক্টোবর ২০১৮

ভিক্ষা নয় মেহনতেই জীবন ধারণ বাবা-মায়ের সেবাও

স্টাফ রিপোর্টার ॥ ভিক্ষা করে নয় কাজ করে অন্য দশজনের মতো সম্মান নিয়ে সমাজে বাঁচতে চান প্রতিবন্ধী নুরে আলম (২৮)। জন্ম থেকে হাঁটতে না পারা তথা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিদিনই কাজ করে যাচ্ছেন তিনি। মোহাম্মদপুরের এই বাসিন্দা নিজে প্রতিবন্ধী হয়েও তার আয়ে চলছেন বৃদ্ধ বাবা-মাও। রাজধানীতে চলাচল করা কখনও রজনীগন্ধা কখনও মিডলাইন গাড়িতে কন্ডাক্টর হিসেবে কাজ করছেন এই প্রতিবন্ধী। জানা গেছে, নোয়াখালী জেলার মাইজদি উপজেলার নুরুপাটারিরহাটে জন্ম নেয়া এই নুরে আলম পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ। ইতোমধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাই বিয়ের পর আলাদা সংসার গড়েছেন। নিজের এবং ছোট ভাইয়ের যা আয় হয় তা থেকেই একটা অংশ বাবা-মাকেও পাঠাতে হয়। নুরে আলম জনকণ্ঠকে বলেন, আমি জন্ম থেকে প্রতিবন্ধী। ডাক্তারও বলেছে এটি ভাল হওয়ার মতো নয়। প্রতিদিনের আয় নিয়ে বলেন, ডেইলি তিনটা ট্রিপ হয়, প্রতিট্রিপে ১৫০ টাকা করে দিনে ৪৫০ টাকা আয় হয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সুন্দর স্বপ্ন রয়েছে তাঁর মনে। তিনি বলেন, চলাফেরা না করা একটা কষ্ট। যদি বসে বসে ছোটখাটো কোন ব্যবসা করতে পারতাম ভাল হতো। তবে আমার পুঁজি নাই। তাই ব্যবসাটা করতে পারছি না। কেউ সামান্য পুঁজি দিয়ে সহায়তা করলে উপকৃত হবেন বলেও জানান।
×