ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জেলেদের আর্থিক সুবিধা ৬ মাস করার দাবি

প্রকাশিত: ০৫:১৯, ২৫ অক্টোবর ২০১৮

জেলেদের আর্থিক সুবিধা ৬ মাস করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ মা ইলিশ ও জাটকা রক্ষায় মাছ ধরা নিষিদ্ধের সময় জেলেদের যে আর্থক সুবিধা দেয়া হয় তা ৪ মাসের পরিবর্তে ৬ মাস করা এবং ৬০ কেজি করে চাল প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, মা ইলিশ, জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা রক্ষাকালীন সময় মৎস্যজীবী জেলেদের ত্রাণ হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে ৪ মাস ও ২০ কেজি করে ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই খাদ্য সহায়তা বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে দায়িত্ব দেয়া হয়। অধিকাংশ চেয়ারম্যান-মেম্বার প্রকৃত জেলেদের না দিয়ে তাদের মনগড়া তালিকা করে খাদ্য সহায়তা বিতরণ করেন।
×