ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমুদ্র সম্পদ কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান

প্রকাশিত: ০৫:১৭, ২৫ অক্টোবর ২০১৮

সমুদ্র সম্পদ কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ দেশের টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা। তারা বলেন, সমুদ্রসীমাকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে মেরিটাইম খাতের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, দেশের সমুদ্রসীমা ব্যবহার করে পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। দেশে সমুদ্রসীমায় প্রভুত সম্পদের আধার। এখানে যেমন অধিক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে তেমনি শিক্ষা ও গবেষণার মাধ্যমে ব্যাপক জ্ঞান লাভের সুযোগ রয়েছে। এখন প্রয়োজন এই সম্ভবনাকে কাজে লাগানো। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে মেরিটাইম খাতের বিশেষজ্ঞরা এই আহ্বান জানান। বাংলাদেশে টেকসই উন্নয়নে মেরিটাইন ভিশন শীর্ষক দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, দেশের উপকূলীয় এলাকায় বিশেষ করে সমুদ্র বন্দর এলাকায় জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানে তৈরি জাহাজ ইউরোপের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া তেল, গ্যাস সম্পদের পাশাপাশি মৎস্য আহরণ করেও ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। আবার এই খাতে জ্ঞানার্জনের ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের জন্য সম্পদ উন্নয়ন ও আহরণের জন্য একটি দীর্ঘ মেয়াদী নীতিমালা ও পরিকল্পনা জরুরী। গবেষণা তথ্যের ওপর ভিত্তি করেই একটি সমুদ্র সম্পদ রক্ষার নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গবেষণায় সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও মনিটরিংয়ের জন্য সমন্বিত পরিকল্পনা নিতে হবে। মেরিটাইম বিষয়ে ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। সুষ্ঠু সম্পদ ব্যবস্থাপনা করে তুলতে মানসম্মত উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেয়া প্রয়োজন। এ সময় তারা আরও অপার সম্ভাবনার সমুদ্র সম্পদকে কাজে লাগাতে মেরিটাইম সেক্টরের একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বুধবার সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মে.জে. (অব.) তারিক আহমেদ সিদ্দিকী। সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্যে নৌবাহিনীপ্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ বলেন, উপকূলের সম্পদ আহরণ ও নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ড কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশের সুবিন্যস্ত সমুদ্রসীমাকে কাজে লাগিয়ে দেশের আর্থ -সামাজিক উন্নয়নের সম্ভাবনাকে ত্বরান্বিত করার জন্য মেরিটাইম খাতের ওপর গুরুত্ব আরোপ করার প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, সমুদ্র সম্পদ আহরণ, উন্নয়ন পরিকল্পনায় মেরিটাইম শিক্ষা ও গবেষণার কোন বিকল্প নেই। মেরিটাইম বিষয়ে ভবিষ্যত সম্ভাবনা বিবেচনায় সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে।
×