ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২২, ২৫ অক্টোবর ২০১৮

টুকরো খবর

বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন আল মনসুর হ্যাচারী এলাকায় দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ভোরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসলে লাশের পরিচয় শনাক্ত করে স্থানীয়রা। নিহত ব্যক্তি হ্নীলা লেদা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মুফিজ আলম (৩২)। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রংপুরে নিউ মার্কেটে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ অক্টোবর ॥ রংপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই অগ্নিকা-ের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কমপক্ষে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ইলেক্ট্রনিক্স দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকা-ের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে মার্কেটের ভেতরে। ৮ হাজার ইয়াবা জব্দ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইয়াবার সবচেয়ে বড় চালান ধরা পড়েছে সৈয়দপুর শহরে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা বাবু রায় (৪০) আটক করে। আটক বাবু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার আশুতোষ রায়ের ছেলে। বুধবার র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, উত্তরবঙ্গে সাম্প্রতিক কালে এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান ধরা পড়ল। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
×