ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে রোটারি ক্লাবের শোভাযাত্রা

প্রকাশিত: ০৪:২১, ২৫ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে রোটারি ক্লাবের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বুধবার চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রোটারি ক্লাব অব ইসলামাবাদ। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপী ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় সারাবিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব। তবে এখনও পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান ও নাইজিরিয়ায় পোলিও রোগী রয়েছে। এসব দেশ থেকেও পোলিও নির্মূলের প্রচেষ্টা চলছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গবর্নর দিলনাজি মোহসেন, বিশ্ব পোলিও কামান্ড চেয়ারম্যান ওয়াজিকা আয়েশা খান এসপি, মোহাম্মদ আব্দুল আউয়াল, মীর আনিস উজ্জামান, ড. বেলাল আহমদ, ডেপুটি গবর্নর মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
×