ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:১৯, ২৫ অক্টোবর ২০১৮

পাবনা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ অক্টোবর ॥ পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর রেলগেট এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেনÑ সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের হইজোর গ্রামের মৃত সাজু সরদারের ছেলে জেহের সরদার ও একই গ্রামের মৃত ফজু শেখের ছেলে দানেজ শেখ। আহত মোটরসাইকেল চালক সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত নিফাজ উদ্দিনের ছেলে নূর আলম। জানা গেছে, ওমর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। আর বনগ্রাম থেকে শান্তিপুর যাচ্ছিল একটি মোটরসাইকেলে তিনজন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলগেট নামক স্থানে দ্রুতগতির বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জেহের সরদার ও দানেজ শেখ মারা যায়। আহত মোটরসাইকেল চালক নূর আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে ওমর পরিবহনের বাসটিকে বনগ্রাম এলাকায় স্থানীয়রা আটক করলে মাধপুর পুলিশ ফাঁড়ি তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। অপরদিকে, দুর্ঘটনায় দুই মোটর আরোহীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুরের পীরগঞ্জে দুটি বাস পরস্পরকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত এবং আহত হয়েছে ৩০ বাসযাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা অপর একটি বাস টিআর ট্রাভেলসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অপরজন মারা যান।
×