ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারির সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৪:১৩, ২৫ অক্টোবর ২০১৮

বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারির সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদেশ হতে আমদানি করা পণ্য অফডকের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেলিভারি নেয়া যাবে। চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে বুধবার প্রেরিত এক পত্রে এ নির্দেশনার কথা জানিয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম গত ১৫ অক্টোবর এক পত্রে চট্টগ্রাম বন্দরের কন্টেনারজট এবং অন্যান্য ব্যবস্থা বিবেচনা করে সময় বর্ধিত করার অনুরোধ জানিয়েছিলেন। বুধবার কাস্টমস এবং বন্দরের এক পত্রে এ বিষয়ে নির্দেশনার কথা জানানো হয়। সে অনুযায়ী আমদানি করা ৩৮ ধরনের পণ্য অফডকের পাশাপাশি চট্টগ্রাম বন্দর হতেও ডেলিভারির কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সময়োপযোগী ও ব্যবসাবান্ধব এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে আমদানি করা পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রাম বন্দর হতে সরাসরি ডেলিভারির সুবিধা প্রদান করার কারণে আমদানিকারকরা স্বল্প সময়ে পণ্য ছাড়করণ, সময়ক্ষেপণ ও ব্যয়বৃদ্ধি থেকে রেহাই পাবেন। এছাড়া আইসিডিতে কন্টেইনার আনা-নেয়ার ফলে সৃষ্ট অতিরিক্ত যানজট এবং বন্দর ও আইসিডিতে কন্টেইনারজট তুলনামূলকভাবে হ্রাস পাবে। চেম্বার সভাপতি আমদানি-রফতানি কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত স্থায়ীভাবে কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।
×