ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল থেকে চট্টগ্রামে পর্যটন মেলা

প্রকাশিত: ০৪:১২, ২৫ অক্টোবর ২০১৮

আগামীকাল থেকে চট্টগ্রামে পর্যটন মেলা

শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটরের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে বন্দরনগরী চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগাং হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পর্যটন মেলাÑ চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৮। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করবেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, বি ফ্রেশ, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, ফ্ল্যামিঙ্গো ট্যুরস, অবকাশ.কম, ড্রিম ওয়ার্ল্ডসহ পর্যটন সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির অধিক দেশী-বিদেশী প্রতিষ্ঠান এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার করবে। ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটন মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন প্রতিদিন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে র‌্যাফেল ড্র বিজয়ী দর্শনার্থীদের এয়ারটিকেটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
×