ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে দুর্ভিক্ষের কবলে পড়বে দেড় কোটি মানুষ

প্রকাশিত: ০৩:৫১, ২৫ অক্টোবর ২০১৮

ইয়েমেনে দুর্ভিক্ষের কবলে পড়বে দেড় কোটি মানুষ

জাতিসংঘ ত্রাণপ্রধান নিরাপত্তা পরিষদে মঙ্গলবার অত্যন্ত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ শীঘ্রই দুর্ভিক্ষের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং তাদের বাঁচিয়ে তোলার বিষয়টি সম্পূর্ণভাবে মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ত্রাণপ্রধান মার্ক লওকক বলেন, এটা এখন স্পষ্ট যে, আসন্ন এ বিপজ্জনক পরিস্থিতি এবং ব্যাপক দুর্ভিক্ষ ইয়েমেনকে গ্রাস করছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কোন পেশাজীবী তার পেশাগত জীবনে যেমনটা দেখেছেন তার চেয়ে ব্যাপক ও মারাত্মক হবে এ দুর্ভিক্ষ। ইয়েমেন যে ব্যাপক দুর্ভিক্ষের সম্মুখীন তাকে তিনি মর্মান্তিক বলে অভিহিত করেন এবং বলেন, বিশ্বে গত ২০ বছরে এমন দুর্ভিক্ষ সংঘটিত হয়েছে মাত্র দু’বার। একটি সংঘটিত হয়েছে সোমালিয়ায় ২০১১ সালে এবং অন্যটি গত বছর সাউথ সুদানে। ইয়েমেনে ইরান ও সৌদি আরবের মধ্যে চলছে প্রক্সিযুদ্ধ। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গ্রুপের বিরুদ্ধে সরকারী বাহিনীর পক্ষে হস্তক্ষেপ শুরু করে। ইরান অবশ্য হুতিদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে এসেছে। লওকক বলেন, জাতিসংঘ বর্তমানে ইয়মেনে প্রায় ৮০ লাখ মানুষের কাছে ত্রাণ সরবরাহ সমন্বয় করছে। কিন্তু মানবিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে আরও গভীর হচ্ছে।
×