ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯ তালেবানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্রসহ সাত দেশ

প্রকাশিত: ০৩:৫০, ২৫ অক্টোবর ২০১৮

৯ তালেবানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্রসহ সাত দেশ

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাঁচটি উপসাগরীয় দেশ ৯ তালেবানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। বলা হয়েছে, তারা আফগান সরকারের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ইরানের সঙ্গে হাত মিলিয়েছে। ডন। কালো তালিকাভুক্তদের দু’জন পাকিস্তানী ও চার আফগান নাগরিক। টেররিস্টস ফিন্যান্সিং টার্গেটিং সেন্টারের (টিএফটিসি) সাত সদস্যই তাদের গ্লোবাল টেররিস্ট হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত গত বছর মে মাসে এই গ্রুপ গঠন করে। ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, এখন থেকে প্রতিটি সরকার নিজ নিজ আওতাভুক্ত এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ বা স্বার্থসংশ্লিষ্ট বিষয় বাজেয়াফত করতে পারবে। তারা ইরানের হাত শক্তিশালী করার চেষ্টা করছে। এদের কেউ তালেবান সদস্য। কেউ ‘ইরানের শাসকদের’ হয়ে স্বার্থ রক্ষা করছে বলে অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন বলেছেন। তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে যারা তালেবানকে আর্থিকভাবে বা সরঞ্জামাদি দিয়ে সাহায্য করছে তাদের আমরা চিহ্নিত করছি। মার্কিন অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতির ভিত্তিতেই তাদের সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। তালিকার প্রথমে আছেন মোহাম্মদ ইব্রাহিম ওয়াহিদি। তিনি ইরানের রেভলুশনারি গার্ডস কোরের কুদস ফোর্সের (আইআরজিসি-কিউএফ) সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আফগানিস্তানের হেরাত সরকারের লক্ষ্যবস্তু আঘাত হানার শর্তে তালেবান ডেপুটি শ্যাডো গবর্নরের সঙ্গে চ্ুিক্ত করেছেন।
×