ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আতিক সিদ্দিকী

কৃতী ফুটবলকন্যা

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ অক্টোবর ২০১৮

কৃতী ফুটবলকন্যা

নারী ফুটবলে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় এখন শীর্ষে। বাংলাদেশের মেয়েদের অনুর্ধ ১৮ দল অপরাজিত চাম্পিয়ন হয়েছে। চারজাতি অনুর্ধ ১৫ ফুটবলে বাংলাদেশের দুরন্ত কিশোরীরা অপরাজিত চাম্পিয়ন হয়েছিল। এরই ধারাবাহিকতায় অনুর্ধ ১৮ দলের দাপটে সাফল্য দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ন রেখেছে ধারাবাহিকভাবে। যাদের অবদান এবং এই স্বীকৃতিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তাদের একজন শাহজাদপুরের কৃতী নারী ফুটবলার আঁখি। পুরো নাম আঁখি খাতুন। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। শাহজাদপুর তথা দেশের কৃতী এ ফুটবলারকে সম্মাননা জানিয়েছে শাহজাদপুরবাসী- এমনটি জানালেন তার প্রশিক্ষক মনসুর রহমান- যার হাত ধরে একটু একটু করে এ পর্যায়ে পৌঁছেছে অজপাড়াগাঁয়ের হতদরিদ্র তাঁতশ্রমিক আকতার হোসেনের মেয়ে আঁখি খাতুন। দোচালা জীর্ণ টিনের একটি ঘর এবং কয়েকটি টিনের ঝুঁপড়িতে এভাবে সাফল্যের সোনারোদ উঁকি দেবে, আকতার হোসেনের পরিবার এবং নিজগ্রাম পাড়কোলার কেউ কি আগে থেকে জানত? স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নিয়ে আকতার হোসেনের সংসারে আঁখি একমাত্র এবং ছোট। ছোটবেলা থেকেই আঁখির খেলাধুলার প্রতি প্রচ- ঝোঁক লক্ষ্য করেন তার শিক্ষক মনসুর রহমান এবং তার পরিবার। প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় খেলাধুলায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ে একের পর এক সাফল্য তার প্রশিক্ষক মনসুর ও পরিবারকে আশান্বিত করে তোলে। বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আঁখি। রাজশাহী বিভাগে তার দল রানার্সআপ হয়। এক নাগাড়ে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে তার দল এ কৃতিত্ব ধরে রাখে। আঁখি খাতুন প্রাথমিক বিদ্যালয় ছেড়ে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। সেখানেও খেলায় কৃতিত্ব দেখান আঁখি খাতুন। আন্তঃস্কুল প্রতিযোগিতায় আঁখি রাজশাহী বিভাগে চাম্পিয়ন হন। বর্তমানে আঁখি বিকেএসপিতে অধ্যয়নরত। খেলাধুলার পাশাপাশি আঁখি লেখাপড়ায়ও ভাল করছেন। তিনি বিকেএসপি থেকে জেএসসিতে ৪.৬৩ পেয়েছেন। ফুটবলের পাশাপাশি এ্যাথলেটিক্সেও সমান পারদর্শী আঁখি দুইবার প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছেন সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার। মেয়েদের সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের আঁখি খাতুন। ডিফেন্ডার হলেও টুর্নামেন্টে দুটি গোল আছে আঁখির। নিজেদের রক্ষণ সামলিয়ে, সতীর্থদের গোলের জোগান দিয়ে এবং গোল করে সবার নজর কেড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামের দূরন্ত এ কিশোরী। -শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে
×