ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুগ্ধকর এবং আশা জাগানিয়া

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ অক্টোবর ২০১৮

মুগ্ধকর এবং আশা জাগানিয়া

নারী আজ আর কোন গণ্ডিতে আবদ্ধ নয়, সে আজ পাখা মেলে উড়তে শুরু করেছে। কোন সঙ্কীর্ণতা তাকে আজ স্পর্শ করে না। নারী ঘরবাহির সমস্ত সামলে এগিয়ে চলেছে আপন মহিমায়। এরই ধারাবাহিকতায় নারীরা ফুটবলকে করেছে সমৃদ্ধ! একসময় নারীর ফুটবল খেলাকে যেখানে অনধিকার চর্চা মনে করা হতো, আজ তাই হয়ে উঠেছে বাঙালীর গর্বের বিষয়। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশ পুরুষ ফুটবলাররা বারবার মুখ থুবড়ে পড়ছে, সেখানে নারী ফুটবলারদের অনন্য সাফল্য ফুটবলপ্রেমী বাঙালীদের মনে নতুন আশার সঞ্চার করছে। বাংলাদেশে পুরুষ ও নারী ফুটবলের সময়সীমা পর্যালোচনা করলে দেখা যাবে চর্চার দিক দিয়ে এগিয়ে আছে পুরুষ ফুটবলই। সে তুলনায় মহিলা ফুটবলের চর্চার ইতিহাস এক যুগের চেয়ে খানিকটা বেশি! একসময়ে মহিলা ফুটবল নিয়ে যেখানে মানুষ হাসিতামাশা করতো আজকে সেখানে গর্ববোধ করে। বাংলাদেশে মহিলা ফুটবলের সূচনালগ্ন ২০০২ সাল থেকে। তবে স্কুল ফুটবল চালু হওয়ার পরেই মেয়েদের অনুশীলনের সুযোগ-সুবিধা বেড়েছে, সেই সঙ্গে ফুটবলে মেয়েদের আগ্রহও বেড়েছে। আগে যেখানে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দেশের দক্ষিণাঞ্চলের মেয়েরা ফুটবলে অংশগ্রহণ করতো। সেখানে আজ ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রাজশাহী, ঝিনাইদহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুর, সিলেট ও কক্সবাজারের মেয়েরাও অবদান রাখতে শুরু করেছে জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক টুর্নামেন্টে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় স্কুল ফুটবলের আয়োজন করছে বর্তমান সরকার ২০১১ সাল থেকে। যেখানে ৬৪ টি জেলার হাজারো স্কুলের হাজারো লড়াকু মেয়ে ফুটবলার অংশগ্রহণ করছে। আর এই তৃণমূল পর্যায় থেকেই উঠে আসছে আজকের আঁখি, মনিকা, আনাই, তহুরাদের মতো ফুটবলার। আগে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ হারতো ৬/৭ গোলে। মহিলা ফুটবল টিমের ছিল নাজুক অবস্থা! খেলোয়াড়দের খেলা দেখে সবাই ঠাট্টা করে বসতো, আর এখন? তাদের খেলা দেখেই সবাই মুগ্ধ হয়, গ্যালারি হয় কানায় কানায় পরিপূর্ণ, সবাই চিৎকার করে গলা ফাটাই। সবই সম্ভব হয়েছে খেলোয়াড়দের প্রজ্ঞা, অনুশীলন ও মানসিক দৃঢ়তার ফলে। বাংলাদেশে মহিলা ফুটবলের সাফল্যে কোচ গোলাম রব্বানী ছোটনের ভূমিকা অনস্বীকার্য। সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পরে প্রধানমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করেছেন এই তারকা ফুটবলাররা খেলবে বিশ্বকাপে! সঠিক পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তা পেলে এই সেরা আটে থাকা বাংলাদেশের মহিলা ফুটবল দল ম্যাজিক দেখাতে সক্ষম। এগিয়ে যাচ্ছে মহিলা ফুটবল দল, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! -সরকারী কেসি কলেজ, ঝিনাইদহ থেকে
×