ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ অক্টোবর ২০১৮

পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে প্রায় জিততে জিততে প্রথম টেস্ট ড্র করে পাকিস্তান। কিন্তু আবধাবিতে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে এশিয়া কাপের ব্যর্থতা ঝেড়ে জেগে ওঠে সরফরাজ আহমেদের দল। মরুর দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তেও আজ ফেবারিট পাকিস্তান। ছোট্ট ফরমেটের আইসিসি র‌্যাঙ্কিয়ের এক নম্বরে সরফরাজবাহিনী। দলটিতে রয়েছে একঝাঁক পাওয়ার ক্রিকেটার, অনুকূল কন্ডিশনে যারা যে কোন প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে সক্ষম। অন্যদিকে কুলিন অসিদের হয়ে টেস্টের হতাশা ঘোচানোর দায়িত্বটা এবার এ্যারন ফিঞ্চের কাঁধে। টি২০ র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে তারা। ব্যাটসম্যনদের তালিকায় অধিনায়ক ফিঞ্চ শীর্ষে, সেরা দশের আরও দুই অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল এবং ডি অর্চি শর্ট। সুতরাং ধুন্ধুমার সাড়ে তিন ঘণ্টার দ্বৈরথে তারাও দৃশ্যপটা বদলে দেয়ার সামর্থ্য রাখেন। টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের ফখর জামান, সেরা পাঁচে বাবর আজম। বোলিংয়ে দুইয়ে লেগস্পিনার শাদাব খান। তবে সাম্প্রতিক ব্যর্থতায় টেস্টে বাদ পড়া তারকা পেসার মোহাম্মদ আমিরের জায়গা হয়নি টি২০তেও। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইমাদ ওয়াসিম। পুরোপুরি ফিট হওয়ায় এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দলে ডাকা হয়েছে এ স্পিনিং অলরাউন্ডারকে। এছাড়া পাকিস্তান ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অসাধারণ পারফর্মেন্সের জন্য টি২০ দলে সুযোগ পেয়েছেন ওয়াকাস মাকসুদ। পাঁচ উইকেটসহ ওই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ২০১১ সালে অভিষেকের পর ১৯ টি২০তে ২০টি উইকেট পেয়েছেন মাকসুদ। ব্যাটিংয়ে অভিজ্ঞ শোয়েব মালিককে পাচ্ছেন অধিনায়ক সরফরাজ। বোলিংয়ে শাদাবের সঙ্গে আছেন পেস বোলিংয়ে স্বপ্নের সময় কাটানো হাসান আলী। অন্যদিকে এর আগেও অস্ট্রেলিয়ার টি২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফিঞ্চ। কিন্তু ২০১৬ সালে স্টিভ স্মিথ সব ফরমেটের দায়িত্বভার গ্রহণ করলে মারকুটে ব্যাটসম্যানকে সরে যেতে হয়। বহুল আলোচিত বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ স্মিথের স্থলে আবার নেতৃত্বে ফিরেছেন ফিঞ্চ। তার সহকারী হিসেবে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার মিচেল মার্শ এবং উইকেটকিপার ব্যাটসম্যান এ্যালেক্স ক্যারি (টি২০)। জিম্বাবুইয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে ফিঞ্চের অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে এ্যারনের অন্তর্ভুক্তি দলের সকলের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে ও একজন ব্যতিক্রমী ব্যাটসম্যান এবং ধারাবাহিকভাবে ফর্মে থাকা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।’ উল্লেখ্য, দীর্ঘদিন ছোট ফরমেটে খেলার পর সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অভিষেক হয় এই তারকা উইলোবাজের। আর কাঁধের চোট থেকে সেরে ওঠায় দলে ফিরেছেন আরেক হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস লিন। এই দু’জনের সঙ্গে ম্যাক্সওয়েল আর অর্চি শর্ট দৃশ্যপট বদলে দিতে পারেন। পেস বোলিংয়ে মিচেল স্টার্ক-এ্যন্ড্রু টাই, স্পিনে তরুণ এ্যাডাম জাম্পার সঙ্গী হয়েছেন অভিজ্ঞ নাথান লেয়ন। ২০০৭ থেকে এ পর্যন্ত মুখোমুখি ১৭ টি২০’র ৯টি জিতে এগিয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়ার জয় ৭টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। গত জুলাইয়ে হারারেতে শেষ দেখায়ও জিতেছিল পাকিস্তান।
×