ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ কোস্টগার্ড প্রধানদের সভা উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৬:১৭, ২৪ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী আজ কোস্টগার্ড প্রধানদের সভা উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় এশিয়ার কোস্টগার্ড প্রধানদের নিয়ে মঙ্গলবার ৫ দিনব্যাপী সভা শুরু হয়েছে। এটি ২৭ অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ জানান, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৫ দিনব্যাপী হেডস অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিংয়ের (এইচএসিজিএএম) তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশসহ মোট ২২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার শতাধিক প্রতিনিধি ৫ দিনব্যাপী এ সভায় অংশগ্রহণ করবেন। সভায় অনুষ্ঠিতব্য হাই লেভেল মিটিংয়ে অস্ট্রেলিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, লাওস, তুরস্ক, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাহরাইনসহ রি-ক্যাপ’র শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সদস্য দেশসমূহের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ রোধ-প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে হাই লেভেল মিটিং এ বিস্তারিত আলোচনা করা হবে।
×