ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শামসুর রাহমান আমাদের চেতনার কাব্যিক রূপকার

প্রকাশিত: ০৬:১৪, ২৪ অক্টোবর ২০১৮

শামসুর রাহমান আমাদের চেতনার কাব্যিক রূপকার

স্টাফ রিপোর্টার ॥ শামসুর রাহমানের কবিতা ধারণ করেছে আমাদের সমাজসত্তার সামগ্রিক বিবর্তন। তিনি আমাদের চেতনার কাব্যিক রূপকার। ভাষা আন্দোলন পূর্ববাংলার কবিতাকে যেভাবে বদলে দিয়েছে শামসুর রাহমানের কবিতাকেও সে প্রেক্ষাপটে বিচার করতে হবে। নিভৃত কাব্যলোক থেকে তিনি সমকালের রক্তক্ষতে আলোড়িত হয়েছেন, জাতীয় জীবনের মূল কেন্দ্রস্বরকে তাঁর জীবনচেতনায় ভাস্বর করে তুলেছেন। নির্জনতা ও নিঃসঙ্গতা থেকে শামসুর রাহমান যেভাবে জনতার স্বাধীনতাকামী ময়দানে কবিতাকে নিয়ে এসেছেনÑতা বাংলা কবিতার জন্য এক অনন্য অভিজ্ঞতা। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিনের একক বক্তৃতায় এসব কথা বলেন অধ্যাপক রফিকউল্লাহ খান। শামসুর রাহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে এই বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, হালিম আজাদ, লিলি হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সহপরিচালক সায়েরা হাবীব। আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশের সমাজ মানসের বিবর্তনের সঙ্গে শামসুর রাহমানের কবিতাকে মিলিয়ে পাঠ করলে আমরা দেখব তিনি এ অঞ্চলের সমস্ত সংগ্রামী, সদর্থক ও শুভবাদী আকাক্সক্ষার সঙ্গে যোগাযোগ অনুভব করেছেন। কবিতাকে জনপ্রিয় করেছেন। আলোকচিত্র প্রদর্শনী ‘জলবায়ু ও জনজীবন’ ॥ ক্রমাগত নগরায়নের প্রতিক্রিয়ায় ক্রমশ উজাড় হচ্ছে ভূমি ও গাছপালা। ভাঙছে নদীর পাড়। সেই সুবাদে উপকূলীয় মানুষের জীবনে আঘাত হানছে প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রভাব সরাসরি এসে পড়ছে জনজীবনে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডা আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। এতে জমা পড়ে ৮৫ আলোকচিত্রীর ৫২২টি ছবি। সেখান থেকে ৩৭ আলোকচিত্রীর ৬৯টি ছবি নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সঙ্গীতানুষ্ঠান ‘ঝুমুর-টুসু-ভাদু’ ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ঝুমুর-টুসু-ভাদু’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা এই বিশেষ সঙ্গীতাসরে গান শোনান কণ্ঠশিল্পী মনিরা ইসলাম পাপ্পু ও টুম্পা দাশ। টুসু গানের মূল বিষয়বস্তু লৌকিক ও দেহগত প্রেম। এই গান শিল্পীর কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে। কুমারী মেয়ে ও বিবাহিত নারীরা তাদের সাংসারিক সুখ দুঃখকে এই সঙ্গীতের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এছাড়া সমকালীন রাজনীতির কথাও ব্যাপক ভাবে এই গানে প্রভাব বিস্তার করে থাকে। আড়ংয়ের ৪০ বছর পূর্তির উৎসব শুরু কাল ॥ পথচলার ৪০ বছর পূর্ণ করেছে পোশাকনির্ভর প্রতিষ্ঠান আড়ং। হাজার হাজার বছরের ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ করে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে আড়ং প্রশংসিত দেশে ও দেশের বাইরে। ঢাকার আর্মি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে আড়ং-এর তিন দিনব্যাপী ৪০ বছর পূর্তি উৎসব। প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে উৎসব।
×