ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে বাইক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৬:১০, ২৪ অক্টোবর ২০১৮

হাতিরঝিলে বাইক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিলে সড়ক দুঘর্টনায় সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এদিকে ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ৫ কেজি গান পাউডারসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় রেদোয়ানুল কবির শুভ (৩২) নামের সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মিঠুন হোসেন মিঠু (৩১) নামে আরেক যুবক আহত হয়েছেন। নিহত শুভ রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রামপুরাগামী একটি মোটরসাইকেল আরোহী এই দুই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। পরে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে এদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানুল কবির শুভকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মিঠুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর গিয়ে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়েছিল। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
×