ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

প্রকাশিত: ০৬:০৭, ২৪ অক্টোবর ২০১৮

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

মিথুন আশরাফ ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় করে নেবে বাংলাদেশ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। আজ জিতলেই তাই সিরিজ জয় হয়ে যাবে বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও চট্টগ্রামেই হবে শুক্রবার। প্রথম ওয়ানডেতে সহজেই জিতেছে বাংলাদেশ। ইমরুল কায়েসের ১৪৪ ও সাইফউদ্দিনের ৫০ রানের ইনিংসে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মিডলঅর্ডার নিয়ে আছে চিন্তা। প্রথম ওয়ানডেতে মিডলঅর্ডার ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি। একটা সময়ে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল। সপ্তম উইকেটে গিয়ে ইমরুল ও সাইফউদ্দিন মিলে রেকর্ড ১২৭ রানের জুটি না গড়লে জেতা সম্ভব ছিল না। জিম্বাবুইয়ের মিডলঅর্ডার ও নিচের সারির ব্যাটসম্যানরা যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছিলেন, তাতে স্কোরবোর্ডে ২৫০ রানের কম জমা হলেই বিপদ আসতে পারত। শেষ পর্যন্ত ২৭১ রানের বড় স্কোর দাঁড় হওয়াতে রক্ষা মিলেছে। চট্টগ্রাম ভেন্যুটি বাংলাদেশের জন্য ‘পয়া’ ভেন্যু। তাছাড়া প্রতিপক্ষ দলটিও জিম্বাবুইয়ে। যে দলটির বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের পাল্লাও বাংলাদেশের ভারি। শতভাগ ওয়ানডে জয় রয়েছে বাংলাদেশের। জিম্বাবুইয়ের বিপক্ষে এই স্টেডিয়ামে ৫ ওয়ানডে খেলে সবকটিতেই জিতেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার এই স্টেডিয়ামে সর্বশেষ ২০১৪ সালে খেলা হয়েছে। সেই সময় যে হারতে থাকা বাংলাদেশ দলটি মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে জেতা শুরু করল, অন্য বাংলাদেশকেই দেখার মিলেছে। এখনও সেই জয়ের ধারাবাহিকতা চলছেই। প্রায় চার বছর পর আবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল ওয়ানডে ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলবে আজ। যে শুভদিনের যাত্রা ২০১৪ সালে এই স্টেডিয়ামে জিম্বাবুইয়েকে হারিয়ে শুরু হয়েছিল, সেই জিম্বাবুইয়েকে আজ হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করে নেবে বাংলাদেশ। জিম্বাবুইয়েকে ২০১৪ সালে সিরিজে হারানোর পর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের মাটিতে টানা ছয় ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজ জিতে বাংলাদেশ। দুই বছর পর আবার দেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামে বাংলাদেশ। দুই বছর পর আবার বাংলাদেশের সামনে সিরিজ জেতার সুযোগ ধরা দিয়েছে। সেই সঙ্গে টানা দুই দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জেতার সুযোগও বাংলাদেশের সামনে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জেতার পর এবার নিজ দেশে জিম্বাবুইয়েকে হারালেই আজ সিরিজ জিতে নেবে বাংলাদেশ।
×