ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে এখন দারিদ্র্যের অবসান দরকার ॥ সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ২৪ অক্টোবর ২০১৮

দেশে এখন দারিদ্র্যের অবসান দরকার ॥ সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের মানুষ ক্ষুধামুক্ত হয়েছে। এখন দরকার অপুষ্টি ও দারিদ্র্যের অবসান। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করছে। আগামী বছরে নতুন সরকার এ লক্ষ্যকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি সেমিনার হলে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন। তিনি বলেন, এমন এক সময় ছিল যখন সাত কোটি মানুষের মুখে খাবার আমরা দিতে পারিনি। বিদেশের ওপর নির্ভর করতে হয়েছে। এখন সে অবস্থা আর নেই। এখন ১৬ কোটি মানুষের দেশে কেউ না খেয়ে থাকে না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সামাজিক নিরাপত্তা বলয়ে শক্তিশালী করার কাজ ক্রমাগত এগিয়ে চলেছে।
×