ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী সপ্তাহে বাজারে আসছে আইসিবির দুই হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৪:০২, ২৪ অক্টোবর ২০১৮

আগামী সপ্তাহে বাজারে আসছে আইসিবির দুই হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলমান শেয়ারবাজারে পতনের পেছনে যৌক্তিক কোন কারণ খুঁজে পায়নি শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যাতে বিনিয়োগকারীরা ভয়ে লোকসানেও শেয়ার বিক্রয় করে দিচ্ছেন। এর ফলে শেয়ারবাজারে পতন হচ্ছে। এই পরিস্থিতিতে সহায়তা করতে বন্ডের ২ হাজার কোটি টাকার পুরোটাই শেয়ারবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাজার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে আইসিবিতে স্টেকহোল্ডারদের বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আইসিবির এমডি কাজী সানাউল হক সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনের বাজারে পতন নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পতনের কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। এই পতনে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা বাজার নিয়ে আশাবাদী। সামনে শেয়ারবাজার ভাল হবে। তিনি আরও বলেন, শেয়ারবাজারের স্বার্থে বন্ডে ইস্যু করা ২ হাজার কোটি টাকার পুরোটাই এই বাজারে বিনিয়োগ করার কথা চিন্তা করছি। যদিও দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া চীনা কনসোর্টিয়ামের টাকাটা দ্রুত শেয়ারবাজারে বিনিয়োগ হবে। বাজারের বিভিন্ন সময় বিভিন্ন দিক নিয়ে কাজ করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কাজী সানাউল হক। শেয়ারবাজারের যেসব বিষয়গুলো বাস্তবায়ন হয় না বা হয়নি, সেগুলো নিয়ে এই কমিটি কাজ করবে। অনেকটা সমন্বয় কমিটির মতো। বিএসইসি এই কমিটি গঠন করে দেবে। বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, এই মুহূর্তে এমন কোন রাজনৈতিক অস্থিরতা নেই, যার কারণে শেয়ারবাজারে পতন হতে পারে। ৫ বছর পরপর নির্বাচন হবে এটাই স্বাভাবিক। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তিনি বলেন, বাজারকে তারল্য সঙ্কট থেকে উত্তোলনে আইসিবিকে ২ হাজার কোটি টাকার ফান্ড দেয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, বিদেশী বিনিয়োগও কমেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি কেএএম মাজেদুর রহমান। তিনি বলেন, যে কোন দেশের নির্বাচনের আগে কিছু কিছু বিনিয়োগকারীরা সর্তকতা অবলম্বন করে। এ কারণে আমাদের বাজারে বিদেশী বিনিয়োগ এখন কম। এটা শুধু আমাদের দেশেই নয়, ভারত, চীন, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই হয়। ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, অতীতে রাজনৈতিক কারণে শেয়ারবাজারের কোন সমস্যা হয়নি। আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে শেয়ারবাজারে পতন হচ্ছে এটা ঠিক না। তবে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যেটা স্বল্পমেয়াদী।
×