ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮০ কেজির বাঘাইর মাছ

প্রকাশিত: ০৪:০১, ২৪ অক্টোবর ২০১৮

১৮০ কেজির বাঘাইর মাছ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার কুশিয়ারা নদীতে ১৮০ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। মাছটির মূল্য ৪ লাখ টাকা হাঁকছেন বিক্রেতা। ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। সেখান থেকে নিয়ে আসা হয় কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন নগরীর লালবাজারে। তিনি মাছটির মূল্য ৪ লাখ টাকা নির্ধারণ করেন। সকাল থেকে মাছটি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করাচ্ছেন তিনি। এর মধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা। দুর্নীতি প্রতিরোধে গণশুনানি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলায় ভুক্তভোগীদের অভিযোগ শোনা এবং সংশ্লিষ্ট সরকারী দফতরের তাৎক্ষণিক সমাধান ও জবাবদিহিতার মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘জনতার শক্তি রুখবে দুর্নীতি’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার জেলা ১১টা হতে বেলা তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরননবীর সভাপতিত্বে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।
×