ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টোলমুক্ত দাবিতে বুড়িগঙ্গা প্রথম সেতুতে যান চলাচল বন্ধ ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০১, ২৪ অক্টোবর ২০১৮

টোলমুক্ত দাবিতে বুড়িগঙ্গা প্রথম সেতুতে যান চলাচল বন্ধ ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৩ অক্টোবর ॥ মঙ্গলবার সকালে ২য় দিনের মতো বুড়িগঙ্গা প্রথম সেতু (চীন মৈত্রী সেতু) ও আশপাশের সড়কে সব ধরনের যানবাহন চালানো বন্ধ রেখেছে চালকরা। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে কোন বাহন। বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে পাড়ি দিচ্ছেন লোকজন। প্রতিবার সেতু পারাপারে যানবাহনের টোল দ্বিগুণ টাকা নির্ধারণের প্রতিবাদে চালকরা গাড়ি চালানো বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুড়িগঙ্গা সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার সিএনজি অটোরিক্সাসহ যাত্রীবাহী বাস ও ট্রাক কেরানীগঞ্জ থেকে রাজধানীতে চলাচল করে। প্রায় ৩ বছর ধরে সিএনজি থেকে কোন টোল নেয়া হতো না এবং অন্য যানবাহনের টোলও ছিল সীমিত। কিন্তু গত সোমবার সকাল থেকে হঠাৎ করেই প্রতিবার সিএনজি চলাচলে ২৫ টাকা হারে এবং সব ধরনের যানবাহনের টোল বৃদ্ধির ঘোষণা দেয় ইজারাদার কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সিএনজিসহ সকল যানবাহনের চালকরা। প্রতিবাদে তারা গাড়ি চালানো বন্ধ রেখে সড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলেও আবার আন্দোলন শুরু করে ১ম বুড়িগঙ্গা সেতুতে সিএনজিসহ সকল চালকও ।
×