ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রগতিশীল শক্তির ঐক্যের বিকল্প নেই

প্রকাশিত: ০৪:০০, ২৪ অক্টোবর ২০১৮

প্রগতিশীল শক্তির ঐক্যের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শিক ও মানবিক বাংলাদেশ গড়তে সব প্রগতিশীল শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অতীব গুরুত্ববহ। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের ধারাবাহিকতা ক্ষুণœ হলে বাংলাদেশের অস্তিত্বও বিপন্ন হতে পারে। সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠির অভয়ারণ্য হবে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। চট্টগ্রামে সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় সংলাপে কথাগুলো বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও নির্বাচন ২০১৮’ শীর্ষক চট্টগ্রাম সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এডিশনাল আইজিপি মুক্তিযোদ্ধা নুরুল আলম। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবীব। বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় সংলাপে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল (অব) আনোয়ারুল আলম শহীদ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ মঈনুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি অভিনেত্রী মুক্তিযোদ্ধা লায়লা হাসান, কণ্ঠশিল্পী অধ্যাপক ইফ্ফাত আরা নারগিস। সংলাপে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
×