ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে বিক্ষোভ ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ অক্টোবর ২০১৮

রূপগঞ্জে বিক্ষোভ ॥ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ অক্টোবর ॥ রূপগঞ্জে রাজউকের অধীনে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল আদিবাসীদের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ২ বছর পরও প্লট বরাদ্দ মেলেনি। এতে স্থানীয় ২শ’ মূল আদিবাসীরা তাদের স্থায়ী বাসস্থান বঞ্চিত হওয়ায় আশঙ্কায় প্লটের দাবিতে কর্মসূচী পালন করে প্রতিবাদ চালাচ্ছেন। একই দাবিতে মঙ্গলবার সকালে রাজউকের অধীনে উপজেলার মাঝিপাড়া এলাকায় স্থানীয় আদিবাসীরা এশিয়ান বাইপাস মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত আদিবাসীরা রাজউকের উন্নয়ন কর্মকা- বন্ধের চেষ্টা চালিয়ে স্থানীয় ঠিকাদারদের একাধিক কার্যালয় আধাঘণ্টা ঘেরাও করে রাখে। এ সময় ১ ঘণ্টা সড়ক অবরোধও করে বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশনেয় স্থানীয় মূল আদিবাসী ও তাদের পরিজনরা। স্থানীয় আদিবাসী সুলপিনা এলাকার দ্বীন ইসলাম জানান, তার ৩২ শতক জমির বিল উত্তোলন করে এলএল শাখা থেকে রাজউকে পাঠানো হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে ওই প্লটটি বরাদ্দ দেয়নি রাজউক। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৪ আগস্ট পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার বালু ব্রিজ উদ্বোধনের সময় স্থানীয় মূল আদিবাসীদের নামে পরবর্তী ৩ মাসের মধ্যে প্লট বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছিলেন। দুঃখজনকভাবে ওই প্লট ২ বছর হয়ে গেলেও বরাদ্দ দেয়নি। এতে স্থানীয় আদিবাসীদের মতো তাকেও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। স্থানীয় মুক্তিযোদ্ধা মূল আদিবাসী মোস্তফা কামাল জানান, তার ১শ’ শতক জমি ছিল মাঝিপাড়া এলাকায়। ওই জমির ওপর রাজউক তার উন্নয়ন কাজ করলেও তার নামে প্লট বরাদ্দ দেয়নি। এ সময় তিনি আরও জানান, সুলপিনা এলাকার মজিবুরের স্ত্রী সহিফার ২ বিঘা, ব্রাহ্মণখালী এলাকার আইজুদ্দিনের ছেলে হারুন উর রশিদের ১ বিঘা, গুতিয়াবোর শফিকুর রহমানের ২৮ শতক, ইছাপুরা এলাকার আবুল হোসেনের দেড় বিঘা, ইছাপুরা এলাকার আলাউদ্দিন মেম্বারের ৯ বিঘা, ধামছি এলাকার আয়েশা গংয়ের ৫৪ শতক জমি থাকলেও এভাবে ২ শতাধিক আদিবাসী এখন স্থায়ী বাস্তুভিটাহীন মানববেতর দিন কাটাচ্ছে। তাদের দাবি অবিলম্বে প্লট বরাদ্দ না দিলে রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায় কোন ঠিকাদারকে উন্নয়ন কাজ করতে দেবে না। প্রয়োজনে সড়ক অবরোধ, অনশন, কাফন মিছিল করে প্রতিবাদ অব্যাহত রাখবেন তারা। এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রজেক্ট পরিচালক (পিডি) উজ্জ্বল মল্লিক বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। রাজউক কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৬০টি প্লটের বরাদ্দ বিষয়ে যাচাইবাছাই করছে। বাকিগুলোও পর্যায়ক্রমে উপযুক্ত হলে বরাদ্দ দেয়া হবে।
×