ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরপুর-১ আসনে হুইপ আতিককে চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ অক্টোবর ২০১৮

শেরপুর-১ আসনে হুইপ আতিককে চ্যালেঞ্জ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ অক্টোবর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও শেরপুর-১ (সদর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যতীত চোখে পড়ার মতো তৎপরতা নেই বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টিসহ ছোট রাজনৈতিক দলগুলোর। আর ওই সুযোগে আওয়ামী লীগের ২ প্রধান মনোনয়নপ্রত্যাশী বর্তমান এমপি হুইপ আতিউর রহমান আতিক ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু মাঠ চষে বেড়াচ্ছেন। তবে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। দিন যতই যাচ্ছে, দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ক্ষোভ ততই বাড়ছে হুইপ আতিকের প্রতি। এরই মধ্যে হুইপ আতিকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। তিনি মঙ্গলবার দুপুরে শহরের খাদ্যগুদাম মোড়ে ধলা ইউনিয়নবাসীর শোডাউন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নানা অনিয়ম-দুর্নীতিসহ দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও চরাঞ্চলের উন্নয়নে বৈষম্যের কারণে শেরপুর সদরের মানুষ আজ ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই’ স্লোগান তুলে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের বিভিন্ন ইউনিটকে সংগঠিতকরণসহ শেষ মুহূর্তের উন্নয়ন কর্মকা-ে ব্যস্ত সময় পার করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। নির্বাচনী এলাকার বিভিন্ন সমাবেশে তিনি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পাশাপাশি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ তাদের অনুসারীদের বিষোদগার করছেন। অন্যদিকে আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এখনও চোখে পড়ার মতো নয়। বিএনপি থেকে দলের জেলা শাখার সাধারণ সম্পাদক, শিল্পপতি আলহাজ হযরত আলী শক্ত প্রার্থী হিসেবে আলোচিত হলেও তিনি প্রায় ৩ মাস যাবত জেলহাজতে রয়েছেন সন্ত্রাস ও নাশকতার একাধিক মামলায়। দলের অপরাপর প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট তৌহিদুর রহমান ও সুপ্রীমকোর্টের সাবেক সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ অনেকটা একা একাই ঘুরছেন বিভিন্ন এলাকায়। সম্ভাব্য প্রার্থী হিসেবে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া মুহাম্মদ কামারুজ্জামানের পুত্র ওয়ামী জামানের নাম শোনা গেলেও তার তৎপরতা দূরে থাক, সদরে কোন যাতায়াতই লক্ষ্য করা যায় না। এছাড়া মহাজোটের শরিক এরশাদের জাতীয় পার্টি এ আসনটি জোরালোভাবে দাবি করে এলেও এখনও তেমন কোন তৎপরতা বা গণসংযোগে দেখা যাচ্ছে না দলের সম্ভাব্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিনের।
×