ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানমুনজম থেকে দুই কোরিয়ার সেনা সরিয়ে নেয়া হবে

প্রকাশিত: ০৩:৪০, ২৪ অক্টোবর ২০১৮

পানমুনজম থেকে দুই কোরিয়ার সেনা সরিয়ে নেয়া হবে

দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড সীমান্তবর্তী গ্রাম পানমুনজম থেকে অস্ত্র ও প্রহরারত সৈন্যদের সরিয়ে নিতে সম্মত হয়েছে। গ্রামটিতে দু’পক্ষের সৈন্যদের মধ্যে প্রতিদিন লড়াইয়ের জন্য প্রস্তুত দেখা যায়। এক সময়ের এ বৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্কের সাম্প্রতিক লক্ষণ এ উদ্যোগ। খবর গার্ডিয়ান অন লাইনের। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার ত্রিপক্ষীয় বৈঠকের পর যৌথ নিরাপত্তা এলাকা (জেএসএ) যুদ্ধবিরতি গ্রাম পানমুনজম থেকে আগ্নেয়াস্ত্র ও গার্ড সরিয়ে নিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পক্ষগুলো এরপর আরও দু’দিন এক ত্রিপক্ষীয় যৌথ সত্যতা যাচাই উদ্যোগ চালাবে। পরমাণু অস্ত্র আলোচনা গঠনমূলক ফলপ্রসূতার ব্যর্থতার মধ্যে এ উচ্চ প্রতীকী উদ্যোগ গৃহীত হয়। ওই আলোচনার ফলপ্রসূতার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, দুই কোরিয়ার মধ্যে সামরিক চুক্তি বিষয়ে ওয়াশিংটনকে যথাযথভাবে অবহিত করা হয়নি। পানমুনজমে এক উত্তর কোরীয় সৈন্য গত ডিসেম্বরে নাটকীয়ভাবে স্বপক্ষ ত্যাগ করলে তার পক্ষের সৈন্যের গুলিতে নিহত হন এবং দক্ষিণ কোরিয়ার কমান্ডোরা সাহসের সঙ্গে উদ্ধার অভিযান চালান। দক্ষিণ ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মুনজাই-ইন ও কিম জং উনের মধ্যে পিয়ংইয়ংয়ে গত মাসে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে সামরিক উত্তেজনা হ্রাসে কিছু পদক্ষেপ গ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। দুই দেশ এ মাসে চুক্তির শর্তানুসারে জেএসএতে ভূমি মাইন অপসারণ শুরু করে এবং সোমবারের আলোচনায় চুক্তিটি নিশ্চিত করা হয়।
×