ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে সিআইএ প্রধান

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ অক্টোবর ২০১৮

তুরস্কে সিআইএ প্রধান

সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য সোমবার তুরস্ক গেছেন সিআইএ প্রধান জিনা হাসপেল। এই হত্যাকা- নিয়ে সৌদি আরব কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। এ বিষয়ে তদন্তে সহায়তা করাই সিআইএ প্রধানের তুরস্ক সফরের লক্ষ্য। সৌদি যুবরাজ হত্যাকা-ের নেপথ্যে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, খাশোগির শেষ পরিণতির সম্পর্কে ‘নগ্ন সত্য’ প্রকাশ করেছেন। -ওয়াশিংটন পোস্ট। খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমান কি ভূমিকা পালন করে থাকতে পারেন তা খতিয়ে দেখতে হাসপেল তুরস্ক গেছেন। খাশোগি ওয়াশিংটনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। সৌদিতে গ্রেফতার তিনি এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি ছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ করে যুবরাজের একজন কঠোর সমালোচক। ২ অক্টোবর তিনি বিয়ের জন্য কাগজপত্র নিতে ইস্তান্বুলের সৌদি কনসুলেটে গিয়ে হত্যাকা-ের শিকার হন। তুরস্ক সরকারের দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটানো হয়। তুরস্ক সরকারের দাবি, খাশোগিকে হত্যা করে তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরদোগানের একজন উপদেষ্টা বলেছেন, ১৫ সদস্যের সৌদি কিলিং টিমের প্রধান খাশোগিকে হত্যার পর যুবরাজ বিন সালমানের দফতরে চারবার ফোনে কথা বলেছেন। তুরস্কের পুলিশ ইস্তান্বুলের একটি ভবনের বেসমেন্টে সৌদি কনসুলেটের এক পরিত্যক্ত গাড়ি শনাক্ত করেছে। সৌদি কনসুলেটের কাছে গাড়িটি পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে। সৌদি আরব প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে হত্যার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে দেশটির গোয়েন্দা উপপ্রধান ও যুবরাজের একজন দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাশোগির বিষয়ে রিয়াদের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন। এখনও পর্যন্ত সব তথ্য প্রমাণ সৌদি বিবৃতির সঙ্গে মেলেনি। সোমবার সিএনএন ২ অক্টোবর তোলা একটি ভিডিও প্রকাশ করে যাতে এক সৌদি কর্মকর্তাকে খাশোগির পোশাক পরা অবস্থায় দেখা গেছে। খাশোগির মতো দেখতে এক ব্যক্তিকে সেই দিন ইস্তুান্বুলে পাঠানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে? খশোাগি ইস্যুতে সৌদি আরবের সরকারী বিবৃতি আন্তর্জাতিক পর্যায়েও সংশয় কাটাতে পারেনি। জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বলেন, খাশোগি বিষয়ে সৌদি কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যা পর্যাপ্ত নয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লে দ্রিয়ান বলেন, ‘অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।’ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ খাশোগি হত্যার গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নামে বিশাল বিনিয়োগ সম্মেলন শুরু হয়। খাশোগি হত্যাকা-ের নেতিবাচক প্রভাব সম্মেলনের ওপর পড়ে। পশ্চিমা অনেক দেশ ও সংস্থা বয়কট করে এ সম্মেলন। ফলে যুবরাজ বিন সালমানের অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন এ বিষয়ে কেন লুকোচুরি করা হবে না। তিনি বলেন, কেন সেই ১৫ জন ইস্তান্বুলে আসে এবং কেন ১৮ জনকে আটক করা হয়েছে। সৌদি আরবকে এসব বিষয়ে বিস্তারিত বলতে হবে। তুর্কী কর্মকর্তাদের ধারণা, খাশোগির মৃতদেহ টুকরো টুকরো করা হয়। তবে এক সৌদি কর্মকর্তা বলেছেন, খাশোগিকে হত্যার পর মৃতদেহ প্রথমে একটি গর্তের মধ্যে ফেলে দেয়া হয় এবং পরে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য স্থানীয় এক কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়। ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে কর্মরত আরও পাঁচ তুর্কী নাগরিক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা-ের তদন্তে জবানবন্দী দিয়েছেন। তুর্কী টেলিভিশন চ্যানেল এনটিভি’র বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গত সপ্তাহে সৌদি কনস্যুলেটের ২০ কর্মী খাশোগি হত্যার তদন্তে নিয়োজিত প্রসিকিউটরের কাছে জবানবন্দী দিয়েছেন। আর এবার আরও পাঁচজন প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দী দিলেন।
×