ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাড়াশে সুফলভোগীদের পুকুরে প্রভাবশালীদের হানা

প্রকাশিত: ০০:১০, ২৩ অক্টোবর ২০১৮

তাড়াশে সুফলভোগীদের পুকুরে প্রভাবশালীদের হানা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ৪টি পুকুরে শতাধিক সুফলভোগীর চাষ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক ধরে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় মাছ ধরে বিক্রি করেছেন বলে অভিযোগ। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের মংলা গাড়ি, হাইজা গাড়ি, রায়ের পুকুর ও বড় পুকুর নামে ওই ৪টি পুকুরে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ২০১১ সাল থেকে সুফলভোগীরা মাছ চাষ করে সমবায়ের ভিত্তিতে ভোগদখল করে আসছেন। গত বৃহস্পতিবার ওই গ্রামের নাজিম উদ্দিন নান্নু, নামদার হোসেন, নজরুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক, শহিদুল ইসলাম, আলমাছ আলীসহ প্রভাবশালী কয়েক ব্যক্তি পুকুরগুলো নিজেদের দাবি করে জোরপূর্বক প্রায় ১০ লাখ টাকার সুফলভোগীদের চাষ করা মাছ ধরে বিক্রি করে দেয়। সুফলভোগীরা আরও অভিযোগ করেন, বর্তমানে প্রভাবশালীরা ওই ৪টি সরকারি পুকুর জাল কাগজ করে দখলের পায়তারা করা হচ্ছে। এদিকে সরকারি পুকুরগুলো প্রভাবশালীদের আত্মসাতের অপচেষ্টার অভিযোগ এনে সুফলভোগীরা তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম বরাবর লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা নীতিমালার আলোকে গঠিত উপজেলা সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা কমিটি তাদের গত সভার কার্যাবিবরণীতে লিপিবদ্ধ করেছেন। এরপরও ওইসব প্রভাবশালী মঙ্গলবার দ্বিতীয় দফায় সুফলভোগীদের চাষ করা মাছ জোরপূর্বক ধরে বিক্রি করে। এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও এসএম ফেরদৌস ইসলাম জানান, শিগগিরই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×