ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিনশ’ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের বিমানের ঢাকায় জরুরী অবতরণ

প্রকাশিত: ০৮:৪৯, ২৩ অক্টোবর ২০১৮

তিনশ’ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের বিমানের ঢাকায় জরুরী অবতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ রাতে শাহজালালে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরী অবতরণ করেছে। সোমবার রাত নয়টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়ায় বিমানটি জরুরী অবতরণ করে । এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। জানা গেছে, কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে তিন শ’ যাত্রী নিয়ে রাত আটটায় দোহারের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পর পেছনের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ার ভেতরে না ঢোকায় ফের ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। জরুরী অবতরণের আগে প্রস্তুতি হিসেবে আকাশে উড়ে উড়ে বিমানের তেল ফেলে দেন পাইলট। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পরই বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে। ঢাকা থেকে ২৫ কি.মি দূরে থাকায় পাইলট জরুরী অবতরণের প্রস্তুতি হিসেবে আকাশে উড়ে তেল কমান। পরে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটিকে জরুরী অবতরণ করান। আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘বিমানটি চেক করা হচ্ছে। কোন সমস্যা না থাকলে এ বিমানেই যাত্রীদের ফের নিয়ে যাওয়া হবে। না হলে কাতার এয়ারওয়েজের বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দোহারে পৌঁছানো হবে।
×